অমিতাভ ঘোষ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিএবি সভাপতি পদে বসেই কর্ণাটক,তামিলনাড়ুর ধাঁচে ঘরোয়া টি-টোয়েন্টি লিগ চালু করার পরিকল্পনা নিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। এবছর সেই টুর্নামেন্ট শুরু করতে চলেছে সিএবি। আর সেই টুর্নামেন্টের ব্র্যাড আম্বাসাডর হতে পারেন কপিল দেব। তিরাশির বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের এই অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে এখনও অবশ্য ঘোষণা করেনি সিএবি। সামনের মাসে সিএবির ওয়ার্কিং কমিটিতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।


সিএবি সূত্রে জানা গিয়েছে, এই ট্যুর্নামেন্ট ছয় দলের হতে পারে। তবে সিএবির শীর্ষ কর্তারা চাইছেন লিগ আট দলের করতে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, প্রতি দলে ষোল জন ক্রিকেটার থাকবেন। তার মধ্যে চার জন অনূর্ধ্ব-তেইশ ক্রিকেটার হতেই হবে। সব ক্রিকেটারকেই বাংলা থেকে নেওয়া বাধ্যতামূলক। তবে সমস্যা তৈরি হয়েছে অন্য জায়গায়। কখন শুরু হবে এই লিগ? ৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। তারপর মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফি রয়েছে। এই ঠাসা সূচির মধ্য থেকে সময় বার করাটাই এখন চ্যালেঞ্জ সৌরভ গাঙ্গুলিদের কাছে।