হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে কপিল দেব
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অ্যানজিওপ্লাস্টি হয়েছে কপিল দেবের।
নিজস্ব প্রতিবেদন: হৃদরোগে আক্রান্ত প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব। হার্ট অ্যাটাক হওয়ায় আজ সকালে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় তিরাশির বিশ্বকাপ জয়ী অধিনায়ককে।
কপিল দেবের অসুস্থতার খবর প্রথমে জানা যায় সোশ্যাল মিডিয়ায়। এক ক্রীড়া সাংবাদিক তাঁর অসুস্থতার কথা জানিয়ে প্রথমে টুইট করেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অ্যানজিওপ্লাস্টি হয়েছে কপিল দেবের। তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক হাসপাতালে ভর্তি এই খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশের ক্রীড়ামহলে। কপিল দেবের দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা শুরু করেছেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন - দ্বিতীয় পরীক্ষাতেও কোভিড পজিটিভ রোনাল্ডো, মেসিদের বিরুদ্ধে ম্যাচে নেই সিআরসেভেন!