ওয়েব ডেস্ক: এবার বিরাট কোহলিকে দরাজ সার্টিফিকেট দিলেন ভারতকে প্রথম বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল দেব। শুধু সার্টিফিকেট দিয়েই থেমে থাকেননি বিশ্বের অন্যতম সেরা প্রাক্তন অলরাইন্ডার। তাঁর দাবি, বিরাট কোহলি অচিরেই টেস্টে ৪০০-রও বেশি রানের ইনিংস খেলবেন। এবং ভেঙে দেবেন লারার রেকর্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বাউন্সারের আঘাতের জবাব বাউন্ডারি পার (ভিডিও)


দক্ষিণের একটি সংবাদপত্রে সাক্ষাত্কার দিতে গিয়ে কপিল দেব বলেছেন, 'আমার কথাটা মিলিয়ে নেবেন। বিরাট একদিন চারশোরো বেশি রানের ইনিংস খেলবে। আমি বলব, সচিন আরও বেশি প্রতিভাবান ছিল। কিন্তু প্রতিপক্ষের আক্রমণকে কাঁদিয়ে ছাড়তে পারে বিরাটও। যা দেখছি, তাতে আগামিদিনে ভারত বেশ কিছু টেস্ট ম্যাচ খেলবে। এর অনেকগুলোই হবে ঘরের মাটিতে। সেখানে স্পিনিং ট্র্যাক তো হবেই। আমার বিশ্বাস, এরই মধ্যে ৪০০ রানের ইনিংস খেলার জন্য বিরাট ঠিক পাটা পিচ পেয়ে যাবে।' প্রসঙ্গত, গত সপ্তাহেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জীবনের প্রথম টেস্ট ইনিংসে খেলতে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট। প্রাক্তন ভারত অধিনায়কের এই দাবির সঠিক দাম বিরাট দিতে পারেন কিনা সময়ই বলবে।


আরও পড়ুন  এক ডলারে রিওতে নিয়ে গিয়ে অলিম্পিক দেখাচ্ছে এক সংস্থা