জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চোট সারিয়ে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এখন পুরোপুরি ফিট। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) রিহ্যাব সেরে এখন পুরোদমে বোলিং করছেন তিনি। চলতি বছর ঘরের মাঠে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023)। এর আগে আবার এশিয়া কাপ (Asia Cup 2023)। শোনা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন আয়ারল্যান্ড (India Tour Of Ireland) সফরে উড়ে যেতে পারেন জাতীয় দলের এক নম্বর পেসার। তবে বুমরা কিন্তু 'ইনজুরি প্রোন'! অর্থাৎ তাঁর চোট-আঘাত লাগার প্রবণতা রয়েছে। কিংবদন্তি কপিল দেব (Kapil Dev) বড় প্রশ্ন তুলে দিলেন বুমরার ফিটনেস নিয়ে। এক নিউজ ওয়েবসাইটে বিস্ফোরক কথা বলেছেন তিনি। তিরাশির বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন বলছেন যদি বড় মঞ্চে নেমে ফের বুমরার চোট লাগে!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Mahendra Singh Dhoni: ঘুমে আচ্ছন্ন এমএস ধোনি, মাঝ আকাশে ক্যামেরাবন্দী করলেন 'ফ্যানগার্ল' বিমানসেবিকা, দেখুন ভাইরাল ভিডিয়ো


কপিল বলছেন, 'কী হয়েছে বুমরার? ও প্রচুর বিশ্বাস নিয়ে ফের কাজ শুরু করেছে। কিন্তু ও যদি বিশ্বকাপের সেমি-ফাইনাল বা ফাইনাল না খেলতে পারে। তাহলে ওর জন্য আমরা সময় নষ্ট করলাম।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারতে হয়েছে রোহিত শর্মাদের। কপিল বলছেন যে, ঋষভ পন্থ থাকলে অন্য়রকম কিছু হতে পারত। কপিল বলেন, 'ঋষভ পন্থ দারুণ ক্রিকেটার। ও যদি টেস্টে দলে থাকত, তাহলে আমরা ভালো করতে পারতাম।'


অন্যদিকে কপিল ফের একবার একহাত নিয়েছেন বিসিসিআই-কে। আন্তর্জাতিক ক্রিকেটের চেয়ে আইপিএলকে এগিয়ে রাখার জন্য তিনি অগ্নিশর্মা হয়ে গিয়েছেন। এই প্রসঙ্গে বলছেন, 'ভগবান আমার প্রতি সদয় ছিলেন বলে আমার কখনও চোট লাগেনি। কিন্তু এখন বছরে ১০ মাস ক্রিকেট হচ্ছে। বেনিফিট অফ ডাউটের একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু সকলেই নিজের উপর যত্নশীল হতে হবে। আইপিএল দারুণ ব্যাপার ঠিকই, কিন্তু আইপিএল নষ্টও করে দিতে পারে ক্রিকেটারকে। ছোট চোট-আঘাত নিয়েই লোকে আইপিএল খেলছে। কিন্তু সে ওই চোটের জন্য দেশের হয়ে খেলছে না। খুব খোলাখুলি বলছি, সে ব্রেক নিক। আইপিএল হয়ে গিয়েছে এখন গুরুত্বপূর্ণ ম্যাচ। ক্রিকেট বোর্ড কে বুঝতে হবে যে, কতটা ক্রিকেট খেলা উচিত। ওটাই বটমলাইন। আজ সম্পদ আছে, টাকা আছে। কিন্তু তিন থেকে পাঁচ বছরের ক্রিকেটীয় ক্যালেন্ডার নেই। এটাই ক্রিকেট বোর্ডের ভুল হয়ে যাচ্ছে।' কপিল বরাবরই ঠোঁটকাটা, তিনি কাউকে রেয়াত করেন না। সোজা কথা বলেন অকপটেই। ফের একবার মোক্ষম প্রশ্মই তুলে দিলেন তিনি।


আরও পড়ুন: EXCLUSIVE, Asian Games 2023: 'আগ্রাসী ফুটবলই তরুণদের হাতিয়ার, বিপক্ষের জন্য ভারত তৈরি!' কড়া বার্তা দিলেন ইগর স্টিমাচ



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)