ওয়েব ডেস্ক: নেইমার বার্সেলোনা ছেড়ে চলে যাওয়ার পর নিজেদের তারকা ফুটবলারদের নিয়ে বেশ সতর্ক বড় ক্লাবগুলি। নেইমারের ক্ষেত্রে বার্সা যে ভুল করেছিল তা করতে রাজি নয় তারা। ফুটবলারদের চুক্তি নবীকরণের সময় বিরাট অঙ্কের ট্রান্সফার ফির শর্ত জুড়ে দিচ্ছে তারা। যেমন রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবিকরণ করলেন করিম বেঞ্জিমা। দুহাজার একুশ সাল পর্যন্ত রিয়ালেই থাকতে চলেছেন এই রিয়াল স্ট্রাইকার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জাপান ওপেন থেকে বিদায় নিলেন পি ভি সিন্ধু, সাইনা নেহওয়াল


আগামী বছরই রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছিল বেঞ্জিমার। তার আগেই নতুন চুক্তি সেরে ফেললেন তিনি। নতুন চুক্তিতে বেঞ্জিমার বাইআউট ক্লজে বিপুল পরিমাণের অর্থ ধার্য করা হয়েছে। বেঞ্জিমাকে কিনতে গেলে রিয়াল মাদ্রিদকে সাড়ে সাত হাজার কোটি টাকারও বেশি অর্থ দিতে হবে। বলা ভাল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সমানই বেঞ্জিমার বাইআউট ক্লজের শর্ত।


আরও পড়ুন  ওয়েন রুনির সংসারে কি ভাঙন ধরতে চলেছে?