নিজস্ব প্রতিবেদন : ২০১৩ সালে রুবিন কাজান তাদের পুরোনো মাল্টিপারপাস সেন্ট্রাল স্টেডিয়াম থেকে সরে এলে তাদের নতুন ঠিকানা হয় এই কাজান অ্যারেনা। ইউরোপের সবচেয়ে বড় ইন-গ্রাউন্ড হাই-ডেফিনেশন স্ক্রিনটি রয়েছে এই স্টেডিয়ামে। কনফেডারেশন্স কাপের বেশ কয়েকটি ম্যাচও হয়েছিল কাজান অ্যারেনায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


# কাজান অ্যারেনা, কাজান


* আসন সংখ্যা : ৪৫,৩৭৯


 কোন কোন ম্যাচ রয়েছে কাজান অ্যারেনা স্টেডিয়ামে

 


@ গ্রুপ পর্ব :


►ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া (গ্রুপ-সি)
ইরান বনাম স্পেন (গ্রুপ-বি)
পোল্যান্ড বনাম কলম্বিয়া (গ্রুপ-এইচ)
দক্ষিণ কোরিয়া বনাম জার্মানি (গ্রুপ-এফ)

@ নক আউট পর্ব :


►রাউন্ড অব সিক্সটিন
►কোয়ার্টার ফাইনাল


 


আরও পড়ুন- বিশ্বকাপের এক ডজন 'কুরুক্ষেত্র' : ইয়েকাতেরিনবার্গ অ্যারেনা