নিজস্ব প্রতিবেদন: প্রায় ৪৮ বছর আগে মুক্তি পাওয়া 'জঞ্জির' (Zanjeer) সিনেমার ডায়ালগ এখনও সমান জনপ্রিয়। সেটা সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra) হরিয়ানভি ভাষায় সেটা বুঝিয়ে দিলেন। তাও আবার খোদ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সামনে! এমনই মুহূর্তের সাক্ষী থাকল 'কৌন বনেগা ক্রোড়পতি'-র (KBC) মঞ্চ। সেখানে টোকিও অলিম্পিকে পুরুষ হকি দলের ব্রোঞ্জজয়ী সদস্য পি আর শ্রীজেশও উপস্থিত ছিলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী ১৭ সেপ্টেম্বর কেবিসি -র এই অনুষ্ঠান প্রচারিত হবে। সেখানেই সিনিয়র বচ্চনের সামনে তাঁরই বিখ্যাত ডায়ালগ নিজের গ্রামের ভাষায় বলে দিলেন এ বারের অলিম্পিকে জ্যাভিলিনে সোনাজয়ী নীরজ। সেই সিনেমার ইন্সপেক্টর বিজয় খান্না (পড়ুন অমিতাভ) শের খান পাঠানকে (পড়ুন প্রাণ) বেশ দাপটের সঙ্গে বলছিলেন, 'ইয়ে তেরে বাপ্ কা ঘর নেহি। থানা হ্যায়। চুপচাপ খাড়া রহে!' সেই হিট ডায়ালগ এ বার নীরজের মুখে। 


 



আরও পড়ুন: Lasith Malinga: 'কিং অফ দ্য ইয়র্কার'! মালিঙ্গার সম্মানে আইসিসি-র দুরন্ত ভিডিয়ো


নীরজ বলেন, 'ইয়ে তেরে বাপ্ কা ঘর নি! থানা হ্যায়। চুপচাপ খাড়া রহে!' সেই ১৯৭৩ সালে নিজের বলা ডায়ালগ সোনার ছেলের মুখে শুনে হেসে লুটোপুটি খেলেন শাহেনশা। সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। ফলে বোঝাই যাচ্ছে যে, কেবিসি-র সেই এপিসোড সামনে এলে আরও অনেক চমক অপেক্ষা করছে। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)