নিজস্ব প্রতিবেদন :  যাবতীয় দুশ্চিন্তার অবসান। ক্যাপ্টেন কোহলির চিন্তা মুক্তি। বিশ্বকাপে ফিট কেদার যাদবকেই পাচ্ছে টিম ইন্ডিয়া। শনিবার টিম ইন্ডিয়ার ফিডিও প্যাট্রিক ফারহার্ট কেদারের ফিট সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন বোর্ডকে। অর্থাত্ ২২ মে টিম ইন্ডিয়ার সঙ্গে বিলেত উড়ে যেতে আর কোনও বাধা রইল না কেদার যাদবের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলতে নেমে গ্রুপ লিগের শেষ ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময় বাঁ কাঁধে চোট পেয়েছিলেন কেদার যাদব। এক্স-রে, স্ক্যান রিপোর্টে চিড় ধরা পড়েনি। তবে বিশ্রামের প্রয়োজন ছিল কেদারের। সেই মতো বিশ্বকাপের কথা মাথায় রেখে চেন্নাই ফ্র্যাঞ্চাইজিও কেদার যাদবকে প্লে-অফের জন্য দলে রাখেননি। ফলে বিশ্বকাপে ফিট কেদার যাদবকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে নানা জল্পনা শুরু হয়। বেশ কয়েকদিন ধরে টিম ইন্ডিয়ার ফিজিও পরামর্শ মতোই ফিটনেস ট্রেনিং করছিলেন কেদার যাদব। বৃহস্পতিবারই মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মাঠে ফারহার্টের কাছে ফিটনেস টেস্ট দেন কেদার। শনিবার সেই রিপোর্ট বোর্ডের কাছে জমা দিয়েছেন প্যাট্রিক ফারহার্ট।


আরও পড়ুন - একমাত্র ধোনির জন্য অবসর ভেঙে ফিরতে পারেন ক্রিকেটে, জানিয়ে দিলেন এবি ডিভিলিয়ার্স


কেদারের ফিটনেস সমস্যার কারণে তাঁর পরিবর্ত হিসেবে বিশ্বকাপে কে যাবেন সেই নিয়ে চর্চা শুরু হয়। উঠে আসে স্ট্যান্ডবাই হিসেবে থাকা আম্বাতি রায়াডু ও অক্ষর প্যাটেলের নাম। এমনকী ঋষভ পন্থের নামও আলোচনায় ছিল। কিন্তু শেষ পর্যন্ত ফিট কেদার যাদবকে পাওয়া যাবে বিশ্বকাপে। ফারহার্টের ফিটনেস রিপোর্টে স্বস্তি ফিরল ভারতীয় শিবিরে। কারণ ব্যাটিংয়ের পাশাপাশি কেদার যাদব কয়েক ওভার বলও করতে পারবেন। অর্থাত্ পার্ট-টাইম বোলার হিসেবে বিরাটের দলের বড় ভরসা হতে পারেন তিনি।