ওয়েব ডেস্ক: আগামী ১৭ সেপ্টেম্বর থেকেই রমরম করে শুরু হয়ে যাচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার ক্রিকেট সিরিজ। কিছুদিন আগেই অস্ট্রেলিয়া ভারতে এসে চার টেস্টের সিরিজে ১-৩ ব্যবধানে হেরে ফিরেছিল। এবার পাঁচটি একদিনের ম্যাচ এবং তিনটে টি২০ ম্যাচের সিরিজ। আর ধুন্ধুমার এই সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ জানিয়ে দিলেন, অ্যাডাম জাম্পাই হতে পারেন তাঁদের দলের তুরুপের তাস।স্মিথ বলেছেন, 'আশা করছি, জাম্পা এই সিরিজে ভাল খেলবে। বিশেষ করে ওর আইপিএলে খেলারও অভিজ্ঞতা রয়েছে।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পাকিস্তান বনাম বিশ্ব একাদশের টি২০ ম্যাচ কবে, কোথায়, কখন, সব জেনে নিন


এছাড়াও, আসন্ন সিরিজে তাদের ভয় বিরাট কোহলিকে ঘিরেই। কেন? তার কারণও ব্যাখ্যা করেছেন স্মিথ। বলেছেন, 'বিরাটের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০টি সেঞ্চুরি রয়েছে। সুতরাং, ও আমাদের কাছেও ভয়ঙ্কর হতে চলেছে। সম্প্রতি আমরা ভারত - শ্রীলঙ্কা সিরিজের দিকেও নজর রাখছিলাম। সেখানেও দুর্দান্ত ফর্মে ব্যাট করেছে বিরাট। আমাদের কাজ হবে, ওকে যতটা সম্ভব শান্ত করে রাখা।' প্রসঙ্গত, রবিবার একদিনের সিরিজ শুরুর আগে মঙ্গলবারই বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে খেলতে নামছে অস্ট্রেলিয়া।


আরও পড়ুন  জানেন, এবার ক্যারিবিয়ান ক্রিকেট লিগ জিতল কোন দল?