জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হারের হ্যাটট্রিক বাঁচানোর অগ্নিপরীক্ষায় নেমেছিল মোহনবাগান (Mohun Bagan)। আর ঠিক সেই পরীক্ষায় একেবারে ডাঁহা ফেল করে বসল জুয়ান ফেরান্দোর (Juan Ferrando) 'স্বপ্নের দল'! মুম্বই সিটি এফসি (Mumbai City FC), এফসি গোয়ার (FC Goa) পর এবার কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধেও হেরে গেল গঙ্গাপাড়ের শতাব্দী প্রাচীন ক্লাব। বুধবার শীতসন্ধ্য়ায় ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নেমেছিলেন কামিন্স-বুমোসরা। প্রথমার্ধের শুরুতে ম্য়াচের একমাত্র গোলটি আসে। তাতেই তিন পয়েন্ট নিয়ে বেরিয়ে গেল হলুদ সেনা। ৯ মিনিটের মাথায় গোল করেছিলেন দিমিত্রস ডায়ামনটাকস। তাঁর গোলেই কেরালা ১-০ ম্য়াচ জিতে যায়। অতীতে আইএসএলে মোহনবাগান কখনও হারেনি কেরালার কাছে। যা কখনও ঘটেনি তা ঘটল এবার। টানা দুই ম্য়াচ হারার পরেই ফেরান্দোর চাকরি নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এবার হারের হ্য়াটট্রিকে তাঁর চাকরি নিয়ে আরও বড় প্রশ্ন উঠে গেল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Rahul Gandhi: বজরংদের আখড়ায় এলেন রাহুল, প্রতিবাদী কুস্তিগিরদের মুখে হাসি, কী কথা হল?




মোহনবাগানের আক্রমণভাগকে এদিন পুরো ম্য়াচে যেমনই নখদাঁত হীন দেখিয়েছে, তেমনই হতশ্রী ছিল রক্ষণভাগও। এমনিতেই দল চোট আঘাতে জেরবার। সাতজন ফুটবলারের চোট! ব্রেন্ডন হামিলকে না পাওয়ায় চার ডিফেন্ডার খেলান ফেরান্দো। দল সাজিয়ে ছিলেন ৪-২-৩-১ ছকে। হেক্টর ইউতসের সঙ্গে শুভাশিস বসু, আশিস রাই ও সুমিত রাঠি। কিন্তু ওই রক্ষণেও কোনও লাভ হয়নি। কেরলের ফুটবলাররা যা করার করে দিয়ে চলে যান। তেকাঠির নীচে ভাগ্যিস বিশাল কাইথের বিশ্বস্ত হাত ছিল। নাহলে অনায়াসে কেরলও আরও তিন গোল দিতে পারত। অন্যদিকে ঘরের দলের মাত্র একটি শট ছিল টার্গেটে! গতবার সবুজ-মেরুনকে আইএসএল চ্যাম্পিয়ন করানোর নেপথ্যে ছিলেন অধিনায়ক প্রীতম কোটাল। বাংলার ছেলে এদিন কেরলের জার্সিতে জ্বলে উঠলেন প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে। কোথাও যেন মোহনবাগানকে বুঝিয়ে দিলেন, তাঁকে ছেড়ে দিয়ে একেবারেই ঠিক করেনি সবুজ-মেরুন। নয় মিনিটে খেয়ে যাওয়া গোলের আর পাল্টা দিতে পারল না মোহনবাগান। আইএসএলের অন্যতম সেরা দল মোহনবাগান, খাতায়-কলমে তো বটেই। কিন্তু টানা তিন ম্য়াচ হার বিরাট ধাক্কাই দলের কাছে। এএফসি কাপ থেকেও ছিটকে যাওয়া দল কবে জ্বলে উঠবে? এটাই এখন বড় প্রশ্ন।


আরও পড়ুন: KC Cariappa: ভালোবাসা-সেক্স-ধোকা, ড্রাগস-মদ-গর্ভপাত, আচমকাই অন্ধকারে আইপিএল তারকা!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)