ওয়েব ডেস্ক: তৃতীয় আইএসএলে নিজের দল কেরল ব্লাস্টার্সের জার্সি উদ্বোধনে সচিন তেণ্ডুলকর। কোচিতে এক অনুষ্ঠানে মাস্টার ব্লাস্টারের সঙ্গে ছিলেন দলের আরও দুই সুপারস্টার মালিক চিরঞ্জীবী এবং নাগার্জুন। তিন তারকার পরনেই ছিল সোনার পাড়ের প্রথাগত ধুতি কেরলা মুন্ডু আর হলুদ জার্সি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING