ওয়েব ডেস্ক : কোচ খালিদ জামিলের পর ইস্টবেঙ্গলে আর এক খালিদ। বাকি মরসুমের জন্য লাল হলুদে নতুন অতিথি খালিদ উচো। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভিসা সমস্যার কারণে সব চূড়ান্ত হয়েও শহরে আসা আটকে গেছে লাল-হলুদের ষষ্ঠ বিদেশি দিলশোদের। পরিবর্ত হিসেবে উগান্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার খালিদ উচোকে সই করাল ইস্টবেঙ্গল। বুধবারই ক্লাবে চলে এল নবাগত বিদেশির আন্তর্জাতিক ছাড়পত্র (ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট)। ভারতে আসার ভিসার জন্যও আবেদন করেছেন তিনি। 


আরও পড়ুন- আইপিএলের সূচি: বোধনেই মুম্বই-চেন্নাই টক্কর


বাজোর পরিবর্তে আমনার কথামতো প্রথমে দিলশোদকে বেছে নিলেও শেষপর্যন্ত খালিদকেই দলে নিলেন লাল-হলুদ কর্তারা। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে খালিদ জানালেন, " ইস্টবেঙ্গলের মত ভারতের সেরা ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। লাল হলুদ জার্সি গায়ে নিজের একশো শতাংশ দিতে প্রস্তুত। "