নিজস্ব প্রতিবেদনঃ খেলাধুলোয় রবিবার দলগতভাবে যদি ভারতীয় ক্রিকেট দল হেরে গিয়ে থাকে, তাহলে সেটাকে পুষিয়ে দিয়েছে ভারতীয় হকি দল। এই নিয়ে তৃতীয়বার এশিয়া কাপ হকিতে জিতল ভারত। ঠিক তেমনই দলগতভাবে নয়, ব্যক্তিগত দক্ষতাতেও রবিবার সাফল্য পেলেন ভারতের ব্যডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত। ডেনমার্ক ওপেন চ্যাম্পিয়ন হলেন কিদাম্বি শ্রীকান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন যুবভারতীতে সাম্বা ম্যাজিক, বেলো হরিজেন্টের বদলা কলকাতায়, শিল্পর কাছে শক্তির হার


ফাইনালে কোরিয়ার লি হিউনকে হারিয়ে এই প্রথমবার ডেনমার্ক ওপেন চ্যাম্পিয়ন হলেন এই হায়দরাবাদের শাটলার। শ্রীকান্ত ম্যাচ জিতে নেন একুশ-দশ, একুশ-পনেরো ফলে। আটত্রিশ বছর পর কোনও ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় ডেনমার্ক ওপেন চ্যাম্পিয়ন হলেন। শেষবার ভারতের হয়ে খেতাব জিতেছিলেন প্রকাশ পাডুকোন।


আরও পড়ুন  বোল্ট-সাউদি জুটির বোলিং আর ল্যাথাম-টেলর জুটিং ব্যাটিংয়ে ভর করে জিতল কিউয়িরা