ওয়েব ডেস্ক: দলের ক্যাপ্টেন বদলেও বিশেষ লাভ বোধহয় হল না, কিংস ইলেভেন পাঞ্জাবের। রাজকোটে এদিন প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৫৪ রান তুলল কিংস ইলেভেন পাঞ্জাব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন টস হেরেছিলেন নতুন অধিনায়ক মুরলী বিজয়। তাঁদের অবশ্য প্রথমে ব্যাট করতে পাঠান গুজরাট অধিনায়ক সুরেশ রায়না। দলের হয়ে সর্বোচ্চ রান মুরলী বিজয়েরই। তিনি করেন ৪১ বলে ৫৫ রান। স্টোইনিস করেন ১৭ বলে ২৭ রান। কিন্তু শন মার্শ (১), ম্যাক্সওয়েল (০), গুরকীরত সিং (১), কেউই রান পাননি মিডল অর্ডারে।  ক্যাপ্টেন্সি থেকে সরে খানিকটা ফর্ম ফিরে পেয়েছেন ডেভিড মিলার। তিনি এদিন করেন ২৭ বলে ৩১ রান। ঋদ্ধিমান সাহা করেন ১৯ বলে ৩৩ রান. গুজরাটের হয়ে সবথেকে বেশি তিন উইকেট নিয়েছেন কৌশিক। দুটো উইকেট পেয়েছেন ব্রাভো এবং প্রভীন কুমার। একটি করে উইকেট নেন ধবল কুলকার্নি এবং রবীন্দ্র জাদেজা।