ওয়েব ডেস্ক: বাঁ কাঁধের চোট সারিয়ে নাইট শিবিরে যোগ দিলেন তারকা ক্রিকেটার ক্রিস লিন, অনুশীলনও করলেন দলের সঙ্গে। ক্রিকেট অস্ট্রেলিয়ার রিপোর্ট অনুযায়ী ক্রিস এখন পুরোপুরি ফিট, ২২ গজে ফিরতে তাঁর কোনও সমস্যা নেই। আর স্বাভাবিক ভাবেই ক্রিসের পুরোপুরি ফিট হওয়ার খবরে বেশ খুশি কলকাতা নাইট রাইডার্স। বিধ্বংসী ওপেনার ক্রিস লিনকে দলে সামিল করতে মুখিয়ে রয়েছে নাইট ম্যানেজমেন্টও। সব ঠিক থাকলে ৯মে পাঞ্জাবের বিরুদ্ধেই নাইটদের হয়ে মাঠে দেখা যেতে পারে ক্রিস লিনকে। আর সেটা না হলে, ১৩মে মুম্বইয়ের সঙ্গে নাইটদের খেলায় অবশ্যই প্রথম একাদশে রাখা হবে তাঁকে, এমনই ইঙ্গিত রয়েছে নাইট শিবিরের।



শেষ অনেকগুলো মরশুম জুড়েই নাইট শিবিরের সঙ্গেই রয়েছেন ক্রিস লিন। প্রত্যেক আইপিএল-এই নিজের কিছু না কিছু ক্যারিশ্মাটিক ঝলক দেখিয়েছেন এই অজি ক্রিকেটার। তবে এই মরশুমে তিনি বেস্ট ফর্মে। অন্তত পরিসংখ্যান তাই বলছে। এবছর আইপিএল-এর প্রথম ম্যাচেই গুজরাট লায়ন্সের বিরুদ্ধে ক্রিস লিনের বিধ্বংসী ইনিংস কার না মনে আছে! চার ছক্কার বর্ষণ, ক্রিস ঝড়ে উড়ে গিয়েছিল রায়না, জাদেজা, ফিঞ্চ, ম্যাককালামদের গুজরাট লায়ন্স। ১০ উইকেটে জয়, ক্রিস লিন (৯৩*) ছিলেন ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ। চোটের কারণে ছিটকে যেতে হয় তাঁকে। এবার চোট সারিয়ে ফিরছেন ২২ গজে, ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ক্রিস ঝড়ের।