নিজস্ব প্রতিবেদন: নিভৃতবাস পর্ব শেষ। ইতিমধ্যেই অনুশীলনে যোগ দিয়েছেন অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। আগামী ১৫ এপ্রিল অর্থাৎ বাঙালির নববর্ষে (Pohela Boishakh) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia) অধিনায়ক খেলবেন কিনা জানা নেই। তবে দলে যোগ দিয়েই ইলিশ মাছ (Hilsa fish) খাওয়ার আবদার করে বসলেন এই ওপেনার। সেই ভিডিও নাইটদের সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা হয়েছে। 




COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফিঞ্চের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন মহিলা ক্রিকেটার ইশা গুহ। যিনি জন্মসূত্রে একজন বাঙালি। তিনি ফিঞ্চকে জিজ্ঞেস করেন যে, আপনি এখনও ইলিশ মাছ খেয়েছেন কিনা? ফিঞ্চের জবাব ছিল, 'না, এখনও ইলিশ খাওয়া হয়নি। তবে শুনেছি সামনেই বাঙলার নববর্ষ আসছে। তখন ইলিশ খেয়ে দেখব। নববর্ষে অবশ্যই খেয়ে দেখবেন বাঙালির প্রিয় ইলিশ মাছ।' 


আরও পড়ুন: IPL 2022: RCB-র বিরুদ্ধে কোন নজির গড়লেন Ravindra Jadeja? জেনে নিন


আরও পড়ুন: MS Dhoni, IPL 2022: চাপে থাকা তরুণ Mukesh -এর কাঁধে হাত, কেন তিনি 'ক্যাপ্টেন কুল' বুঝিয়ে দিলেন, ভিডিও ভাইরাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)