নিজস্ব প্রতিবেদন: ঘণ্টাখানেক পরেই ওয়াংখেড়েতে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস (KKR vs CSK)৷ নিঃসন্দেহে হাই-ভোল্টেজ ম্যাচ৷ একটা টিমে জিতে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া, অন্যদিকে অপর দল জয়ের হ্যাটট্রিকের পথে৷ দুই বিশ্বকাপ জয়ী ঠান্ডা মাথার ক্যাপ্টেনর মহাসংগ্রাম৷ একজন প্রাক্তন, অন্যজন বর্তমান৷ ম্যাচটা কেকেআর বনাম সিএসকে যতটা, ঠিক ততটাই MS Dhoni বনাম Eoin Morgan! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ম্যাচ শুরুর আগে কেকেআরের বাংলাদেশি অলরাউন্ডার শাকিব শাকিব আল হাসান (Shakib al Hasan) ফেসবুক পোস্টে ঝড় তুললেন৷ পদ্মাপারের মহাতারকা লিখলেন, "চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না কলকাতা নাইট রাইডার্স।" কেকেআর কোচ ব্র্যান্ডন ম্যাকালাম ইঙ্গিত দিয়েছেন যে, চেন্নাইয়ের বিরুদ্ধে ফিরতে পারেন সুনীল নারিন (Sunil Narine)৷ শাকিবকে বসতে হতে পারে রিজার্ভ বেঞ্চে৷


চেন্নাই সুপার কিংসের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছেনা কলকাতা নাইট রাইডার্স। Kolkata Knight Riders have nothing but victory in their mind concerning their match against Chennai Super Kings. #SAH75 #KKR #IPL2021

Posted by Shakib Al Hasan on Wednesday, April 21, 2021

শেষ দু'ম্যাচে কলকাতার কঙ্কালসার চেহারাটা সামনে চলে এসেছে৷ মর্গ্যান বাহিনী একটি বিভাগেও দাগ কাটতে পারেনি৷ ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিনটিই তথৈবচ৷ অন্যদিকে চেন্নাই কিন্তু ফের একবার নিজেদের ব্র্যান্ডের ক্রিকেটটা খেলে বুঝিয়ে দিচ্ছে কেন ইয়েলো আর্মি তিনবারের চ্যাম্পিয়ন টিম৷ এখনও পর্যন্ত এই দুই দল আইপিএলে ২৩ বার মুখোমুখি হয়েছে৷ মাত্র ৮ বার জিতেছে কলকাতা৷ ১৪ বার জয়ী চেন্নাই৷