নাইটদের সামনে জেতার জন্য ১৮৬ রানের লক্ষ্যমাত্রা রাখলো আরসিবি
বিরাটের ব্যাটে রানের অভাব নেই। মূলত বিরাট কোহলি এবং কে এল রাহুলের ব্যাটে ভর করেই কলকাতা নাইট রাইডার্সের সামনে ১৮৬ রানের লক্ষ্যমাত্রা রাখলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ওয়েব ডেস্ক: বিরাটের ব্যাটে রানের অভাব নেই। মূলত বিরাট কোহলি এবং কে এল রাহুলের ব্যাটে ভর করেই কলকাতা নাইট রাইডার্সের সামনে ১৮৬ রানের লক্ষ্যমাত্রা রাখলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
এদিন টস জিতেছিলেন গৌতম গম্ভীর। তিনি প্রথমে ব্যাট করতে পাঠান আরসিবিকে। এদিন দেশ থেকে ফেরার পর প্রথম মাঠে নামেন ক্রিস গেইল। যদিও তিনি রান পাননি। ৭ বল খেলে ৭ রানে আউট হয়ে যান। আর এক ওপেনার কে এল রাহুল অবশ্য ৩২ বলে ৫২ রান করেন! অধিনায়ক বিরাট কোহলি খেলেন ৪৪ বলে ৫২ রান। এ বি ডিভিলিয়ার্স অবশ্য ৬ বলে ৪ রান করেই আউট হয়ে যান। পরে অবশ্য ওয়াটসন এবং সচিন বেবিরা ঝোড়ো ইনিংস খেলেন। ওয়াটসন করেন ২১ বলে ৩৪ রান এবং সচিন বেবি করেন ৮ বলে ১৬ রান। স্টুয়ার্ট বিনি করেন ৪ বলে ১৬ রান। সবমিলিয়ে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৫ রান তোলে আরসিবি।
নাইটদের হয়ে দুটো করে উইকেট পান মর্নি মর্কেল এবং পীযুষ চাওলা। আর একটি করে উইকেট পান আন্দ্রে রাসেল এবং উমেশ যাদব।