লোকেশ রাহুলকে পাকিস্তানি টিভি সঞ্চালিকার ‘স্পেশাল মেসেজ’
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ হারলেও লোকেশ রাহুলের ৭০ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংস নজর কেড়েছে সবার।
নিজস্ব প্রতিবেদন: ভারতের তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুলে মুগ্ধ পাকিস্তানের টিভি সঞ্চালিকা জাইনাব আব্বাস। জয়পুরের মানসিং স্টেডিয়ামে রাহুলের ৯৫ রানের ইনিংস দেখার পর টুইটার হ্যান্ডেলে পঞ্জাবের স্টাইলিশ ওপেনারের প্রতি নিজের মুগ্ধতার কথা ব্যক্ত করেন জাইনাব। তিনি লেখেন, “কেএল রাহুল হৃদয়স্পর্শী, অনবদ্য তাঁর টাইমিং, দৃশ্যত সুন্দর”।
আরও পড়ুন- রোহিতের করুণ পরিণতি!
প্রসঙ্গত, রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ হারলেও লোকেশ রাহুলের ৭০ বলে অপরাজিত ৯৫ রানের ইনিংস নজর কেড়েছে সবার। ১১ চার আর ২ ছক্কায় সাজানো রাহুলের এই ইনিংসের প্রশংসা করেছেন স্বয়ং সুনীল গাভাস্কর। রাহুলের ব্যাটিংয়ে মুগ্ধ খোদ পঞ্জাব দলের মালকিন প্রীতি জিন্টা। এবার সেই তালিকায় যোগ হলেন পাকিস্তান সুপার লিগের মোহময়ী সঞ্চালিকা জাইনাব আব্বাসও।