১৬৯ দিন পর ব্যাট হাতে নেট সেশনের অভিজ্ঞতা শোনালেন রাহুল
তবে দুবাইয়ের গরম কিন্তু বেশ ভাবাচ্ছে সব দলকেই।
নিজস্ব প্রতিবেদন: আইপিএল খেলতে সবার আগে আমিরশাহি উড়ে গিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। নিয়ম মতো ছয় দিনের আইসোলেশন পর্ব কাটিয়ে বৃহস্পতিবার থেকেই অনুশীলনে নেমে পড়ল কিংসরা।
১৬৯ দিন পর ব্যাট হাতে নামলেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল। মার্চ মাসের পর আবার ২৭ অগাস্ট দুবাইয়ে ব্যাট নিয়ে নেট সেশনে নামার অভিজ্ঞতা নিজেই শেয়ার করেছেন তিনি।
কিংস ইলেভেন পঞ্জাবের টুইটারে পোস্ট করা ভিডিয়োতে রাহুল বলেছেন, "অনেকদিন পর ব্যাট হাতে নেমে বেশ ভালো লাগছে। তবে দুবাইয়ের গরম ভীষণ। এর চেয়ে কম তাপমাত্রায় অনুশীলন করে থাকি আমরা।"
তবে দুবাইয়ের গরম কিন্তু বেশ ভাবাচ্ছে সব দলকেই। এমনিতেই তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন -