জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাত দিনের মাথায় ফের 'মাদার অফ অল ব্যাটল'! চলতি এশিয়া কাপের (Asia Cup 2023) ফিরতি ম্য়াচে টিম ইন্ডিয়া (Team India) ও পাকিস্তান (Team Pakistan) মুখোমুখি হয়েছে। গত রবিবার ভারত-পাকিস্তান (IND vs PAK) খেলেছিল শ্রীলঙ্কার পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে (Pallekele International Cricket Stadium)। বৃষ্টিস্নাত ক্যান্ডিতে প্রথমে ব্যাট করে, ভারত করে ২৬৬ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে একটি বলও করা সম্ভব হয়নি। অবশেষে বৃষ্টিতে ম্যাচ বাতিল হয়ে গিয়ে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। সেটি ছিল গ্রুপ পর্যায়ের ম্য়াচ। ফের একটা রবিবার, আবারও সেই একই প্রতিপক্ষ সম্মুখ সমরে। এবার খেলা সুপার ফোরের। যে জিতবে সেই দলই ফাইনালের আরও কাছে চলে যাবে। এবার খেলা আর প্রেমাদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium, Colombo)। এদিন ভারতীয় দলে একসঙ্গে দু'টি আপডেট চলে এসেছে। দীর্ঘদিন পর চোট সারিয়ে দলে ফিরলেন কেএল রাহুল (KL Rahul)। তবে আচমকাই চোট পেয়ে ছিটকে গেলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IND vs PAK | Asia Cup 2023: রাহুল ফিরলেন দলে, তারকা ক্রিকেটারের আচমকা চোট! মেগা আপডেট রোহিতের



'আমি বল তাড়া করছিলাম। আর তখনই টেন্ডন ছিঁড়ে গিয়ে চোট পাই। পুরোপুরি টেন্ডন ছিঁড়ে গিয়েছিল। আমার কোয়াড্রিসেপ থেকে টেন্ডন ছিঁড়ে গিয়ে আলাদা হয়ে যায়। যখন এটা ঘটে তখন আমি, আমি, আমার পরিবার, ফ্র্যাঞ্চাইজি, দল সকলেই, এটাই ভাবছিল যে, খুব একটা বেশি ছিঁড়ে যায়নি টেন্ডন, অল্পই ছিঁড়েছে। কয়েক সপ্তাহের মধ্যে আমি ঠিক হয়ে যাব। কিন্তু যখন স্ক্যান রিপোর্ট আসে, তখন বোঝা যায় যে, টেন্ডন পুরোটাই ছিঁড়ে গিয়েছে। তখনই বোঝা গিয়েছিল যে, অস্ত্রোপচার করাতেই হবে। ফিজিয়োরা বুঝে গিয়েছিলেন এই একটা রাস্তাই খোলা রয়েছে আমার। কয়েক'টা দিন লেগেছিল, শুধু এটা ঠিক করতে যে, আমি কোথায় অস্ত্রোপচার করাব, কার কাছে করাব! তবে আমি সেরা চিকিৎসাই পেয়েছি। এর জন্য় বিসিসিআই এবং সকল ফিজিয়োকে ধন্য়বাদ দেব। খুব দ্রুত সবকিছু হয়েছে।' রাহুল জানিয়েছেন যে, তিনি আজ খুশি হয়েছেন দলে ফিরতে পেরে। তবে তাঁর বরাবরই চিন্তা ছিল একটাই যে, তাঁকে উইকেটকিপিংও করতে হবে। বিসিসিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এসব নিয়েই কথা বলেছেন।'


গত ১ মে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে ডান পায়ে চোট পেয়েছিলেন রাহুল। সেইজন্য তাঁর পক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা সম্ভব হয়নি। ৩১ বছরের ক্রিকেটার চোটের জন্য করান অস্ত্রোপচার। শরীরে ছুরি-কাঁচি চলার পর রাহুল সুস্থ হয়ে ওঠেন ধীরে ধীরে। এরপর তিনি বেঙ্গালুরুর জাতীয় অ্য়াকাডেমিতে শুরু করে দেন রিহ্যাব। এরপর এশিয়া কাপ খেলার আগে তিনি আলুরে ছোট্ট প্রস্তুতি শিবিরেও পুরো দমে ব্য়াটিং ও উইকেটকিপিং করেন। তবে এশিয়া কাপে তিনি দলের সঙ্গে পরে যোগ দেন। কারণ ছোট চোট রাহুলকে ভুগিয়েছে। তিনি ফের এনসিএ-তে রিহ্য়াব করে আসেন এশিয়া কাপে।



আরও পড়ুন: IND vs PAK | Asia Cup 2023: 'আপনি এরকম বলতে পারেন না' ! বাবরের স্টেপআউটে বড় খবর হয়ে গেল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)