India vs England 2nd Test: প্রথম দিনেই সেঞ্চুরি KL Rahul-র, ইনস্টা-পোস্টে শুভেচ্ছা Sunil Shetty-র
প্রথম ইনিংসে বড় রানের পথে ভারত।
নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করলেন কেএল রাহুল। তৃতীয় ওপেনার হিসেবে লর্ডসে শতরানের নজির গড়লেন তিনি। বড় রানের দিকে এগোচ্ছ ভারত।
নটিংহামে প্রথম টেস্টে সুবিধাজনক জায়গা ছিল ভারত। কিন্তু বাদ সাধল বৃষ্টি। টেস্ট ড্র হয়ে গেল। লর্ডসে দ্বিতীয় টেস্টে কী হবে? টসে হেরে গিয়েছিলেন বিরাট কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করল ভারত। প্রথম দিনেই সেঞ্চুরি করে ফেললেন কেএল রাহুল।
বহুদিন ধরেই গুঞ্জন, KL রাহুলের সঙ্গে জমিয়ে প্রেম করছেন সুনীল শেঠির মেয়ে আথিয়া। যদিও এবিষয়ে তাঁরা প্রকাশ্যে কিছু স্বীকার করেননি। এদিন লর্ডসে ভারতীয় ওপেনারের সেঞ্চুরি পর কিন্তু সেই সম্পর্ককে মান্যতা দিলেন করলেন সুনীল নিজেই। ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে লিখলেন, 'ক্রিকেটে মক্কায় ১০০! অভিনন্দন। ভগবান তোমায় আর্শীবাদ করুন'।