নিজস্ব প্রতিবেদন: ভারতীয় দলের ভাইস-ক্যাপ্টেন ও সিনিয়র ওপেনার কেএল রাহুল (KL Rahul) ইংল্যান্ডের বদলে যাচ্ছেন জার্মানি। কুঁচকির চোটের জন্য় চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগের দিনই ছিটকে গিয়েছিলেন তিনি। রোহিতের অনুপস্থিতিতে রাহুলের টি-২০ ক্যাপ্টেন হিসাবে অভিষেক করার কথা ছিল। কিন্তু বাধ সাধে কুঁচকির চোট। রাহুলের পরিবর্তে ক্যাপ্টেন হন ঋষভ পন্থ। আগামী মাসে ইংল্যান্ড সফরের আগে রাহুলের চোট সেরে উঠবে না বলেই খবর। এমনকী রাহুলের চিকিৎসা ভারতের বদলে হবে জার্মানিতে। এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেন, "ভারতীয় বোর্ড ওর ফিটনেস নিয়ে কাজ করছে। ও দ্রুত জার্মানি যাবে।"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

করোনার জন্য গত মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হয়ে যায়। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল বিরাট কোহলির (Virat Kohli) ভারত (Team India)। গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পঞ্চম তথা শেষ টেস্ট ছিল ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। বাতিল হওয়া ম্যাঞ্চেস্টার টেস্ট  ১-৫ জুলাই হবে বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে।এরপরেই ভারত-ইংল্যান্ড সীমিত ওভারের ক্রিকেটে ডজন ম্যাচ খেলবে। হবে তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডে ম্যাচ। খেলা শুরু টেস্ট শেষ হওয়ার ঠিক দু'দিন পর ৭ জুলাই থেকে। জানা যাচ্ছে রাহুলের পরিবর্ত নিয়ে ভাবিত নয় নির্বাচকরা। দলে গিল শুভমান গিল রয়েছে। ফলে ওপেনার নিয়ে সমস্যা হবে না ইন্ডিয়ার। আগামী ২৪-২৭ জুলাই লেস্টারশায়ারের বিরুদ্ধে ভারত প্রস্তুতি ম্যাচ খেলবে। বিরাটরা উড়ে গিয়েছেন ইংল্য়ান্ড।


গত ২২ মে ভারতের এজবাস্টন টেস্টের জন্য ঘোষিত দল: অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma (Capt), ভাইস ক্য়াপ্টেন কেএল রাহুল (KL Rahul,VC), শুভমান গিল (Shubman Gill), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), হনুমা বিহারী (Hanuma Vihari), চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara), ঋষভ পন্থ (Rishabh Pant,wk), কেএস ভারত (KS Bharat,wk), রবীন্দ্র জাদেজা (R Jadeja), আর অশ্বিন (R Ashwin), শার্দূল ঠাকুর (Shardul Thakur), মহম্মদ শামি (Mohd Shami), জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), মহম্মদ সিরাজ (Mohd Siraj), উমেশ যাদব (Umesh Yadav) ও প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna)।


আরও পড়ুন: Indian Cricketers: ভারতীয় ক্রিকেট দলের মহারথীরা কে কতদূর পড়াশোনা করেছেন?


আরও পড়ুনIndian Captain: গত ১২ মাসে ৬ জন টি-২০ অধিনায়ককে দেখল টিম ইন্ডিয়া! সামনেই কুড়ি ওভারের বিশ্বযুদ্ধ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)