নিজস্ব প্রতিনিধি: রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জেতার পরই নয়া নজির গড়লেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ জয়ের নজির গড়লেন কোহলি। শুধু তাই নয়, দেশের বাইরে বিগত দু বছরে এখনও পর্যন্ত মাত্র একটি টি-টোয়েন্টি ম্যাচ হেরেছেন কোহলি এন্ড কোম্পানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আরও পড়ুন- ক্রিকেট মাঠে চুম্বনের কথা জানিয়ে ভাইরাল তরুণী



২০১৮ সালে বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জেতে ভারতীয় দল। এরপর ইংল্যান্ডের মাটিতে গিয়ে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে বিরাট এন্ড কোম্পানি।  এবছরের শুরুতেই কিউই সফরে যায় ভারতীয় দল। ৫ ম্যাচের টি-২০ সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেন কোহলিরা। আর গতকাল ক্যাঙ্গারুদের হারাতেই নয়া মাইলস্টোন গড়লেন ভারত অধিনায়ক।


আরও পড়ুন- ODI সিরিজ হারের বদলা নিল কোহলির ভারত



মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-২০ বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হলেও বিদেশের মাটিতে কুড়ি বিশের দ্বিপাক্ষিক সিরিজগুলোতে সেরকম সাফল্য ছিল না। মাত্র দুবছরের মধ্যেই বিরাট কোহলির নেতৃত্বে এক অনন্য রেকর্ড গড়ল ভারতীয় দল। অন্যান্য ফরম্যাটে বিদেশের মাটিতে সেভাবে সফল না হলেও টি-২০ ফরম্যাটে ভারতীয় দল অপ্রতিরোধ্য।