ওয়েব ডেস্ক: 'ক্যাপ্টেন কুল'-এর উত্তরসুরী তিনি। মহেন্দ্র সিং ধোনির ছেড়ে রাখা জুতোতেই পা গলানোর কথা তাঁর। টেস্ট ক্রিকেটে অন্তত এমনটাই দেখা গেছে। কিন্তু ব্যাট হাতে ছবিটা উল্টো। আগে চলেন বিরাট কোহলি, পেছনে মহেন্দ্র সিং ধোনি।


শনিবার ইডেন গার্ডেন্সে যে ব্যাটটা থেকে উইনিং স্ট্রোকটা এসেছিল সেটাই ছিল একটা স্পার্টানের স্টিকার। কিন্তু শেষমেষ যুদ্ধটা জিততে পারল না বীর যোদ্ধা। 'স্পার্টান'কে হারিয়ে দিল 'এমআরএফ'। ব্যাটে 'এমআরএফ' লোগো লাগিয়ে বিরাট কোহলি পকেটে আসে ৮ কোটি টাকা। ২ কোটি টাকা পিছনে থেকে গেল ধোনির স্পার্টান। এছাড়াও পিচে অন্যান্য অ্যাপেরেল ও জুতো প্রোমোট করার জন্যও ২ কোটি টাকা রোজগার করেছেন ভারতের টেস্ট অধিনায়ক। অবশ্য ব্যাটের বাইরের ব্র্যাণ্ড এনডোরসমেন্টে এখনও ধোনিই এক নম্বর।