ওয়েব ডেস্ক: পারফ্যাক্ট জেন্টলম্যান। ক্রিকেটের ২২ গজে এই বিশেষণ থেকে হাজার মাইল দূরে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। আগ্রাসী মনোভাবাপন্ন বিরাটের স্ল্যাং আর স্লেজিং কারোরই অজানা নয়। কখনও মিডল ফিঙ্গার দেখিয়ে শিরোনামে কখনও খেলা শেষ হতে না হতেই গার্ল ফ্রেন্ডের জন্য অডিয়েন্স বক্সে চলে যাওয়া এসবের সঙ্গে বিরাটের নাম জড়িয়ে যাওয়া। আর ফ্লাইং কিসের বহর, কখনও জনসনকে তো কখনও প্রেমিকা অনুষ্কাকে চুমু ছুঁড়তে পটু বিরাট। বিরাটের এই ডার্টি ইমেজের একেবারে উল্টো ছবিই এবার সামনে এল। মানবিক ছিলেন আগেও, এবার একেবারে সহৃদয়। আম্পায়ার আলিম দারের ছেলের জন্য ভিডিও চ্যাট পাঠালেন বিরাট কোহলি। 
দেখুন-