নিজস্ব প্রতিবেদন: টানা ক্রীড়াসূচিতে বিরক্তির কথা আগেই জানিয়েছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবার লম্বা বিদেশ সফরের ব্যাপারেও আপত্তি জানালেন ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কোহলি, রবি শাস্ত্রীরা এব্যাপারে একেবারে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার পথেই হাঁটতে চায় বলেই জানিয়েছেন সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটির প্রধান বিনোদ রাইকে। সামনের বছর দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মাটিতে লম্বা সিরিজ খেলতে হবে ভারতকে। সেখানেই আপত্তি কোহলিদের।


আরও পড়ুন- 'সোনা' দেবেন দিদির বিয়েতে! কথা রেখেছেন মীরাবাঈ


প্রথমে ছুটি নিয়ে মুখ খুলেছিলেন অধিনায়ক কোহলি। একটানা খেলার ফলে খেলোয়াড়দেরই ক্ষতি হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নিজেও টানা খেলে চলেছেন। একজন মানুষের পক্ষে তা অসম্ভব বলে জানান তিনি। এরপরই বিরাটের ছুটি মঞ্জুর হয়। এরপর টিমের মাইনে নিয়েও সরব হয়েছিলেন তিনি। বিরাটের এই প্রস্তাবেও গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে। এবার বিদেশের মাটিতে দীর্ঘ সময় খেলা নিয়ে সরব হলেন কোহলি অ্যান্ড কোং। সফর শুরুর আগে এই প্রস্তাবও পাশ হয় কিনা সেদিকে তাকিয়ে ভারতীয় ক্রিকেট।


আরও পড়ুন- দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ড এই প্রোটিয়া ব্যাটসম্যানের