`প্রথম দিন থেকেই কুম্বলেকে পছন্দ ছিল না কোহলির`, বিস্ফোরক মন্তব্য প্রাক্তন বিসিসিআই সেক্রেটারির
ক্যাপ্টেন কোহলি বনাম কোচ কুম্বলে, ভারতীয় ক্রিকেট দলের চরম সংঘাতে বিস্ফোরণ ঘটালেন বিসিসিআই এর প্রাক্তন সেক্রেটারি অজয় শিরকে। ` ভারতীয় দলের কোচ হিসেবে প্রথম দিন থেকেই অনিল কুম্বলেকে অপছন্দ ছিল অধিনায়ক বিরাট কোহলির। সেই সময় তৎকালীন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের হস্তক্ষেপেই কোচ এবং ক্যাপ্টেনের মধ্যেকার বিবাদ মেটে। প্রাক্তন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর তখন আলাদা আলাদা ভাবে বিরাট কোহলি এবং অনিল কুম্বলের সঙ্গে কথা বলেছেন। যেহেতু ক্রিকেট উপদেষ্টা কিমিটি (সচিন-সৌরভ-লক্ষ্মণ) ভারতীয় দলের হেড কোচ হিসেবে অনিল কুম্বলেকেই বেছে নিয়েছে সেখানে গোটা দলকেই এই সিদ্ধান্ত মেনে নিতে হবে, বিরাটকে এই কথাটাই বুঝিয়েছিলেন অনুরাগ ঠাকুর`, ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রাক্তন বিসিসিআই সেক্রেটারি অজয় শিরকে। (বিশ্ব ক্রিকেটে `ওয়েস্ট ইন্ডিজ` নামে আর কোনও দল রইল না)
ওয়েব ডেস্ক: ক্যাপ্টেন কোহলি বনাম কোচ কুম্বলে, ভারতীয় ক্রিকেট দলের চরম সংঘাতে বিস্ফোরণ ঘটালেন বিসিসিআই এর প্রাক্তন সেক্রেটারি অজয় শিরকে। " ভারতীয় দলের কোচ হিসেবে প্রথম দিন থেকেই অনিল কুম্বলেকে অপছন্দ ছিল অধিনায়ক বিরাট কোহলির। সেই সময় তৎকালীন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরের হস্তক্ষেপেই কোচ এবং ক্যাপ্টেনের মধ্যেকার বিবাদ মেটে। প্রাক্তন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর তখন আলাদা আলাদা ভাবে বিরাট কোহলি এবং অনিল কুম্বলের সঙ্গে কথা বলেছেন। যেহেতু ক্রিকেট উপদেষ্টা কিমিটি (সচিন-সৌরভ-লক্ষ্মণ) ভারতীয় দলের হেড কোচ হিসেবে অনিল কুম্বলেকেই বেছে নিয়েছে সেখানে গোটা দলকেই এই সিদ্ধান্ত মেনে নিতে হবে, বিরাটকে এই কথাটাই বুঝিয়েছিলেন অনুরাগ ঠাকুর", ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন প্রাক্তন বিসিসিআই সেক্রেটারি অজয় শিরকে। (বিশ্ব ক্রিকেটে 'ওয়েস্ট ইন্ডিজ' নামে আর কোনও দল রইল না)
ভারত এখন চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ইংল্যান্ড সফরে রয়েছে। এরই মধ্যে ভারতীয় বোর্ডের সঙ্গে কোচ অনিল কুম্বলের চুক্তির মেয়াদও শেষ হচ্ছে। বোর্ড ইতিমধ্যেই ভারতীয় দলের কোচের জন্য সিভি চেয়ে বিবৃতিও প্রকাশ করেছে। সেখানে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য নিজের সিভি জমা করেছেন বীরেন্দ্র সেওয়াগও। আবার অনিল কুম্বলের নিয়োগের সময় রবি শাস্ত্রীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন ক্রিকেট উপদেষ্টা কিমিটির সদস্য তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এমন অবস্থায় ভারতীয় দলের কোচ হিসেবে অনিল কুম্বলেকেই বহাল রাখা বোর্ডের পক্ষেও কঠিন। তারমধ্যে 'কোচ কুম্বলেকে কোহলির অপছন্দ', প্রাক্তন বিসিসিআই সেক্রেটারির এই বিস্ফোরক মন্তব্য বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করবে বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।