নিজস্ব প্রতিবেদন : ক্যাপ্টেন হিসেবে এটাই তাঁর প্রথম বিশ্বকাপ। তাই স্বাভাবিকভাবেই বিরাট কোহলি বিশ্বকাপ নিয়ে প্রবল উত্তেজিত। ভারতীয় অধিনায়ক ইংল্যান্ড উড়ে যাওয়ার আগেই বলেছেন, এই বিশ্বকাপ তাঁর কাছে স্পেশাল। আর স্পেশাল বিশ্বকাপে বিরাট কোহলি নামবেন স্পেশাল এডিশন-এর জুতো পরে। শুধুমাত্র তাঁর জন্য ১৫০টি স্পেশাল এডিশন-এর জুতো প্রস্তুত করেছে এক ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা। জুতোগুলিতে সোনালি স্পাইক রয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  ৫০ ওভারে ৫০০ রান! স্টিভ ওয়ার ভবিষ্যদ্বাণী ঘিরে আলোচনা



সংস্থার তরফে দাবি করা হয়েছে, এর আগে কখনও কোনও ক্রিকেটার সোনালি স্পাইকের জুতা পরে খেলেননি। টুইটবার্তায় বিরাট কোহলি জানিয়েছেন, এই বিশেষ জুতো পরে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি। প্রসঙ্গত, ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে শুরু হবে বিশ্বকাপের দ্বাদশ আসর। ৫ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কোহলির টিম ইন্ডিয়া।