সুখেন্দু সরকার


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ইতিহাসের পাতায় ঢুকে পড়ল রবিবারের ডার্বি। ভারতীয় ফুটবলের ইতিহাসে প্রথমবার স্বর্ণমুদ্রা দিয়ে হল টস। আর আগের ঘোষণা মতো ম্যাচের সেরা ফুটবলারের হাতে উঠল সেই স্বর্ণমুদ্রা। মোহনবাগানের স্প্যানিশ ফুটবলার জোসেবা বেইতিয়ার হাতে সেই স্বর্ণমুদ্রা তুলে দেওয়া হল। রবিবারের মেগা ডার্বিতে তিনি যে ম্যাচের সেরা হয়েছেন।




কলকাতায় খেলতে এসে প্রথম ডার্বিতেই ম্যাচের সেরা জোসেবা বেইতিয়া। বাগানের মাঝমাঠকে কার্যত একাই নেতৃত্ব দিলেন তিনি। কখনও নিচে নেমে তো আবার ওপরে উঠে গোটা মাঠ জুড়ে খেললেন তিনি। ডার্বির সেরা হয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত এই স্প্যানিশ ফুটবলার ম্যাচ শেষে জানান, তিনি খুব খুশি। ম্যাচ সেরার পুরস্কারটা তিনি পরিবারকে উত্সর্গ করছেন। আর যুবভারতীর এতো দর্শক দেখে মুগ্ধ স্প্যানিশ বেইতিয়া।


আরও পড়ুন - গোলশূন্য ড্র, মরশুমের প্রথম ডার্বিতে মন ভরল না ফুটবলপ্রেমী বাঙালির!