নিজস্ব প্রতিবেদন: ডার্বির আগে ফুরফুরে মেজাজে মোহনবাগান। সোমবার থেকেই বড় ম্যাচের প্রস্তুতির ফাইনাল ল্যাপ শুরু করল সবুজ-মেরুন। সোনি-ওমররা বল নিয়ে মাঠে না নেমে, মাঠের এক প্রান্তে শারীরিক কসরতে ব্যস্ত থাকলেন। আর মাঠের অপরপ্রান্তে কোচ খালিদ জামিল ব্যস্ত ছিলেন দলের ডিফেন্ডারদের নিয়ে। আই লিগে তেরো ম্যাচে চোদ্দ গোল হজম করেছে মোহনবাগান। তবে খালিদ দায়িত্ব নেওয়ার পর দু ম্যাচে গোল খায়নি তারা। বড়ম্যাচেও যাতে গোল না খাওয়ার ট্র্যাডিশান অব্যাহত থাকে,সেদিকে সতর্ক দৃষ্টি খালিদের। সোমবার মোহনবাগান অনুশীলনে সবার নজর কেড়ে নেয় ওমরের চার বছরের মেয়ে মালিকা। বড়ম্যাচের আগে কলকাতায় এসেছে ওমরের পরিবার। মেয়েকে পেয়ে যেন বাড়তি চাঙ্গা মিশরীয় মিডফিল্ডার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নেক্সট লেভেল আম্পায়ারিং! ভিডিয়ো দেখলে হেসে লুটোপুটি খাবেন


অন্যদিকে, ডার্বির আগে কলকাতায় চলে এলেন ইস্টবেঙ্গলের মেক্সিকান স্ট্রাইকার এনরিকে। আই লিগের প্রথম ডার্বির আগে পাঁজরে চোট পেয়ে ছিটকে গেছিলেন তারকা স্ট্রাইকার। খেলা হয়নি বড় ম্যাচ। এবার বড় ম্যাচের হাতে গোনা কয়েকদিন আগে শহরে ফিরলেন এনরিকে। দেশে নিজের ব্যক্তিগত ফিজিও-র কাছে ট্রেনিং করে এখন অনেকটাই ফিট তারকা স্ট্রাইকার। মঙ্গলবার থেকেই অনুশীলনে নেমে পড়ছেন।


আরও পড়ুন- ছক্কা নয়, যেন গোল বাঁচালেন! ফের অবিশ্বাস্য ফিল্ডিং ম্য়াকুলামের


লিগের খেতাবি দৌড়ে অনেকটাই এগিয়ে চেন্নাই সিটি এফ সি। তবে এনরিকে মনে করেন পরপর ম্যাচ জিতলে তাদেরও খেতাব জয়ের সম্ভাবনা রয়েছে।