COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অ্যাটলেটিকো দ্য কলকাতা (১) দিল্লি ডায়নামোস (১)


ওয়েব ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগে জয়ের হ্যাটট্রক করার সুযোগ হাতছাড়া করল অ্যাটলেটিকো দ্য কলকাতা। দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে এক গোলে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করল হাবাস ব্রিগেড। যুবভারতীতে কলকাতা-দিল্লি ম্যাচ ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হল। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও গোলমুখ খুলতে পারেনি দু'দলই। গোলের সহজ সুযোগ নষ্ট করেন ফিকরু। তবে দ্বিতীয়ার্ধ শুরু হওয়া মাত্রই গোল করে এগিয়ে যায় অ্যাটলেটিকো।


ফিকরুকে ফাউল করায় পেনাল্টি পায় কলকাতা। আইএসএলে প্রথম পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি প্রাক্তন বার্সেলোনা ফুটবলার জোফ্রে। ম্যাচের ৭২ মিনিটে চোখ ধাঁধানো শট থেকে গোল করে অ্যাটলেটিকোর সব আশায় জল ঢেলে দেন প্যাভেল অ্যালেয়াস। ডান পায়ের দুরন্ত শটে গোল করে দিল্লিকে সমতায় ফেরান তিনি। এদিন দেল পিয়েরোকে ফাউল করে আইএসএলের প্রথম লালকার্ড দেখেন রাকেশ মাসি। এখন পর্যন্ত আইএসএলে অপরাজিত দিল্লি এবং কলকাতা। সাত পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অ্যাটলেটিকো দ্য কলকাতা।