নিজস্ব প্রতিবেদন – আজ আইপিএলের চতুর্দশ সংস্করণে যাত্রা শুরু করতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। অইন মর্গ্যানের নেতৃত্বে ট্রফি জিততে মরিয়া শাহরুখ খানের দল। ২০১৪ সালে শেষবারের মত ট্রফি জেতে কেকেআর। গৌতম গম্ভীরের অধিনায়কত্বে ২০১২ ও ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয় কেকেআর। এরপরে সেভাবে সাফল্য আসেনি এই কোটিপতি লিগে। গতবছর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান দীনেশ কার্তিক। অধিনায়কত্বের দায়িত্ব নেন মর্গ্যান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখে নেওয়া যাক, গত ১৩ বছরের আইপিএলে হায়দরাবাদ ও কলকাতার মধ্যে লড়াইয়ে কে এগিয়ে ছিল: