শুভপম সাহা: জাতীয় টেবল টেনিসের জুনিয়র ও সিনিয়র দলের কোচ সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)। বাগুইআটির ছেলের এবার পাখির চোখ দোহায়। আগামী ৭-১৩ জানুয়ারি পর্যন্ত দোহায় চলবে সিনিয়র এশিয়ান টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ (Asian WTTC Continental Stage)। শরত কমল (Sharath Kamal Achanta) ও মণিকা ব্রাত্রাদের (Manika Batra) মতো দেশের তারকা প্যাডলারদের দিকেই চোখ সকলের। তাঁদেরই কোচ সৌরভ। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সকালে সৌরভ চলে যাচ্ছেন দিল্লি। সেখান থেকে দলের সঙ্গে সোজা দোহায় উড়ে যাবেন তিনি। কাতারে যাওয়ার আগে জি ২৪ ঘণ্টা ডিজিটালের সঙ্গে কথা বললেন সৌরভ। জানালেন দল নিয়ে কী তাঁর ভাবনা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে কোন দেশ তাঁদেরকে কড়া চ্যালেঞ্জ দিতে পারে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খেলোয়াড় হিসাবে সৌরভের কেরিয়ার ছিল ঈর্ষণীয়। কমনওয়েলথে রয়েছে তিনটি পদক। একাধিক আন্তর্জাতিক ইভেন্টে (ব্যক্তিগত ও দলীয়) তাঁর সোনা-রুপোর ছড়াছড়ি। সৌরভ কোচ হিসাবেও পেয়েছেন দুরন্ত সাফল্য। মিশন দোহার আগে তিনি বলছেন, 'দেখুন খেলোয়াড় হিসাবে খেলাটা অত্যন্ত উপভোগ করেছি। কোচের কাজটা আলাদা। সকলের সঙ্গে জুড়ে থাকতে হয়। তবে এই দলে শরত কমল, সাথিয়া জ্ঞানেস্করণ, মণিকা বাত্রাদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা রয়েছে। সম্প্রতি খুব ভালো পারফর্মও করছে ওরা। ওদের সঙ্গে আমার সম্পর্কও খুব ভালো। আশা করছি সোনা জিতেই ফিরব। চ্যাম্পিয়ন হব আমরা।' সৌরভ বলছেন যে, চায়না কঠিন প্রতিপক্ষ হতে চলেছে। তবে জাপান বা কোরিয়ার মতো শক্তিশালী দেশগুলোর খুব কাছাকাছি ভারতের খেলার মান। ফলে একদমে ফুরফুরে মেজাজেই। সৌরভ এও বলেছেন যে, এশিয়ান গেমসে জাপান, চিনা তাইপেইর মতো দলকে হারিয়েছেন বলেই তাঁর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। 



(মণিকার সঙ্গে সৌরভ। ছবি সৌরভের ফেসবুক থেকে)


সৌরভের কোচিংয়ে গতবছর ভিয়েতনামের লাওসে অনুষ্ঠিত ২৬ তম জুনিয়র এশিয়ান অ্যান্ড ক্যাডেট টেবল টেনিস খেলায় ভারত মিক্সড ডাবলসে প্রথমবার সোনা জেতে। যা ইতিহাস। এরা পাশাপাশি অনূর্ধ্ব-১৯ পুরুষ বিভাগেও এসেছে ৩টি ব্রোঞ্জ। সিনিয়র এবং জুনিয়র দলের সঙ্গে ভালো পারফরম্যান্সই সৌরভকে তাতাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য়। তাই তাঁর প্রত্যাশাও অনেক বেশি। শরতের মতো তারকা নিঃসন্দেহে বাড়তি অ্যাডভান্টেজ বলেই মনে করছেন সৌরভ। এক সপ্তাহ আগে এত বড় টুর্নামেন্টের দায়িত্ব পেয়েছেন সৌরভ। ফেডারেশনের মান রাখতে মরিয়া তিনি।  



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)