নিজস্ব প্রতিবেদন: সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল জিতে দেশে ফিরছিলেন মুম্বই ইন্ডিয়ানসের ক্রুনাল পাণ্ডিয়া। কিন্তু মুম্বই বিমানবন্দরে ক্রুনাল পাণ্ডিয়াকে আটকে দেন ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টালিজেন্স (DRI) আধিকারিকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মুম্বই ইন্ডিয়ানসের ক্রুনাল পাণ্ডিয়াকে মুম্বই বিমানবন্দরে ডিআরআই আধিকারিকরা তল্লাশি চালান। সেখানেই তাঁর ব্যাগ থেকে হিসেব নেই এমন সোনার অলঙ্কার, দামী ঘড়ি ও বহুমূল্য সামগ্রী উদ্ধার হয়। জানা গিয়েছে ওই সব জিনিস কেনার বৈধ কাগজপত্র বা নথি তিনি দেখাতে পারেননি। বেশকিছুক্ষণ ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।  


 


আরও পড়ুন -   ISL 2020-21: সুপার লিগেও এবার পাঁচ পরিবর্ত! কী জানাল আইএসএল কর্তৃপক্ষ