জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বিশ্বকাপের (Cricket World Cup 2023) একমাত্র দল হিসেবে ভারতই লিগ পর্যায়ে থেকেছে অপরাজিত। টানা নয় ম্য়াচ জিতে, 'আনবিটেন চ্য়াম্পিয়ন' হয়েই সেমিতে খেলতে নামছে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং। ভারতের এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে রয়েছে, দলের নক্ষত্র স্পিনার কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ১৪ উইকেট নিয়েছেন তিনি। কুলদীপ প্রতি ম্য়াচেই মাঠে রেখেছেন ছাপ। এবার অনলাইনে ঝড় তুললেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Rachin Ravindra | World Cup 2023: রাহুল-সচিনের মিশ্রণে হয়নি নামকরণ, এবার জানালেন খোদ রাচিনের বাবা!


হর্ষ নামের এক অনুরাগী মজার স্ক্রিনশট শেয়ার করেছিলেন তাঁর এক্স অ্যাকাউন্টে (সাবেক ট্যুইটার)। সেখানে দেখা যাচ্ছে যে, তিনি ফুড ডেলিভারি অ্যাপে কিছু অর্ডার করেছিলেন। তাঁর অর্ডার ডেলিভারি করছে কুলদীপ যাদব নামেই এক ব্য়ক্তি। তিনি তাঁর পোস্টে কুলদীপকে ট্যাগ করে লেখেন, 'আচ্ছা কুলদীপ ভাই আপনি পিচের বাইরেও ডেলিভারি করছেন?' কুলদীপ থেমে থাকেননি। তিনি সেই পোস্ট তুলে লেখেন, 'কী অর্ডার করেছিলেন ভাই?' কুলদীপের রসবোধ ও স্পোর্টস ম্য়ান স্পিরিট দেখে মোহিত হয়েছেন ফ্য়ানরা। 



বিশ্বকাপে চাহালকে না নিয়ে, কুলদীপকে নিয়ে দল করায় অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে জাতীয় দলের নির্বাচকরা বুঝিয়ে দিয়েছেন যে, তাঁরা একেবারে ঠিক দলই বেছে নিয়েছেন। এমনকী রবিচন্দ্রন অশ্বিন প্রতি ম্য়াচে ডাগআউটেই থেকেছেন। কুলদীপই খেলেছেন এবং সত্যিই ডেলিভারি করেছেন। 
কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। আগামিকাল অর্থাৎ বুধবার প্রথম সেমিফাইনাল। ভারত-নিউ জিল্য়ান্ড  খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই ম্য়াচেও থাকবে কুলদীপের দিকে নজর।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)


আরও পড়ুন: Pakistan Bowling Coach Quits: শাহিনদের আর দেবেন না তালিম! ইস্তফা দিলেন পাক বোলিং কোচ