ওয়েব ডেস্ক: ইডেনে হ্যাটট্রিক করলেন কুলদীপ ‌যাদব। চায়না ম্যান বোলারের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল অস্ট্রেলিয়ার ব্যাটিং। ২৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে দেড়শোর আগেই ৮ উইকেট খুঁইয়ে ধুঁকছে অজিরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কুলদীপের শিকার ম্যাথু ওয়েড, এ আগর ও প্যাট কামিন্স। কুলদীপের বল বুঝতেই পারেননি ওয়েড। ঘূর্ণিতে ছিটকে ‌যায় তাঁর উইকেট। এরপর আগার লেগ বিফোর হন আগার। হ্যাটট্রিক ডেলিভারিতে প্যাট কামিন্সের ক্যাচ তুলে নেন ধোনি। একদিনের ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করলেন কুলদীপ। ১৯৮৭ সালে চেতন শর্মা ও ১৯৯১ সালে কপিল দেব হ্যাটট্রিক করেছিলেন। 






 



এই ইডেনেই ২০০১ সালে অস্ট্রেলিয়াকে ঘূর্ণিতে নাচিয়েছিলেন হরভজন সিং। এবার কুলদীপের সামনে বেকায়দায় পড়লেন স্মিথবাহিনী। 


আরও পড়ুন, স্টিভ স্মিথের স্বপ্নের দলে দুই ভারতীয় থাকলেও, নেই বিরাট কোহলি