নিজস্ব প্রতিবেদন : বছর দুয়েক আগে দেশের ক্রিকেট ছেড়ে ইংল্যান্ডের কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ারের হয়ে খেলতে আসেন তিনি। নতুন দলের জার্সি গায়ে এবার সেই তিনিই ঐতিহাসিক রেকর্ড গড়ে বসলেন। এমনিতেই কলপ্যাক চুক্তির জেরে অনেক ভাল ক্রিকেটার হাতছাড়া করেছে দক্ষিণ আফ্রিকা। এই কলপ্যাক চুক্তির জন্যই ডানহাতি পেসার কাইল অ্যাবট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ছেড়ে খেলতে গিয়েছিলেন কাউন্টিতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  বিরাট কোহলির সঙ্গে তুলনায় স্টিভ স্মিথকে নিয়ে এ কী বললেন জন্টি রোডস!



কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-১ এর ম্যাচে সমারসেটের বিরুদ্ধে এক ম্যাচে একাই ১৭ উইকেট নিয়েছেন অ্যাবট। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে গত ৬৩ বছরে এটিই সেরা বোলিং রেকর্ড। এর আগে ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচের দুই ইনিংসে ১৯ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের অফস্পিনার জিম লেকার। টেস্ট তথা প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই ম্যাচের সেরা বোলিংয়ের বিশ্বরেকর্ড। 


আরও পড়ুন-  মোহালিতে বিরাট ব্যাটে প্রোটিয়া বধ টিম ইন্ডিয়ার


লেকারের রেকর্ড ভাঙার সম্ভাবনা জাগিয়েছিলেন অ্যাবট। কিন্তু শেষ পর্যন্ত ৬৩ বছরের পুরনো রেকর্ড ভাঙতে পারেননি। ৩৬.১ ওভারে ১২ মেইডেন। ৮৬ রান দিয়ে ১৭ উইকেট তুলে নিয়েছেন অ্যাবট। প্রথম ইনিংসে মাত্র ৪০ রান দিয়ে ৯ উইকেট পেয়েছিলেন অ্যাবট। অ্যাবটের দাপটে সমারসল্ট মাত্র ১৪২ রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অ্যাবটের বোলিং ফিগার ১৭.৪-৩-৪৬-৮।