ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের বিপ্লবী মুখ হতে পারেন সৌরভ গাঙ্গুলি। সুপ্রিম কোর্টের শুনানির জন্য বুধবারের পরিবর্তে বোর্ডের এসজিএম হবে আঠেরোই এপ্রিল। ভারতীয় ক্রিকেটের বিপ্লবী মুখ হয়ে উঠতে চলেছেন সৌরভ গাঙ্গুলি? অন্তত বিসিসিআই-এর অন্দরমহলে তেমনই খবর। আইনি জটিলতায় রবিবার বোর্ডের স্পেশাল জেনারেল মিটিং স্থগিত হয়ে গেলেও  বোর্ড কর্তারা আলাদাভাবে বৈঠক করেন। সেখানে মতানৈক্য তৈরি হয় শ্রীনির নেতৃত্বে লড়া নিয়ে। একাংশ মত দেয় সৌরভ গাঙ্গুলির মতন ব্যক্তিকে আইসিসির বৈঠকে পাঠানো হোক। আইসিসির নয়া আর্থিক মডেল নিয়ে সৌরভ সঠিকভাবে সওয়াল করতে পারবেন। লাভ হবে বোর্ডের। অপর অংশ নারাজ। তারা চান শ্রীনিবাসনই যাক আইসিসির বৈঠকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন প্রিমিয়ার লিগে প্রথম চারে শেষ করার সম্ভাবনা জোরালো করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড


আর শ্রীনি না গেলে পাঠানো হোক রাজীব শুক্লা,অমিতাভ চৌধুরী বা অনিরুদ্ধ চৌধুরীর মধ্যে কাউকে। তবে বোর্ডের বেশিরভাগ কর্তার ধারনা এবিষয়টি পুরোটাই নির্ভর করছে অরুণ জেটলির উপর। পদে না থাকলেও বোর্ডে এখনও তার যথেষ্ঠ প্রভাব রয়েছে। পাশাপাশি সৌরভ গাঙ্গুলি এই লড়াইয়ে যেতে কতটা প্রস্তুত সেদিকেই তাকিয়ে সকলে। যদিও সৌরভ শিবিরকে কিছুটা চিন্তায় রেখেছে শ্রীনি-জেটলির একান্ত বৈঠক।


আরও পড়ুন মুম্বইয়ের কাছে শেষ দিকে ভয় পেয়েই হারতে হল, বললেন গৌতম গম্ভীর