ওয়েব ডেস্ক: একেবারে ওস্তাদের মার শেষ রাতে যাকে বলে। ইনিংসের শেষ বলে ছয় মারাটাকে অনেক রকমভাবেই বলা যায়। বিপক্ষ শিবিরের মনোবলটা ভেঙে দেওয়ার পক্ষে সেরা হল ইনিংসের শেষ বলে একটা ছক্কা হাঁকানো। একবার সুনীল গাভাসকার বলেছিলেন, শেষ বলে ছয় মারাটা সবচেয়ে শক্ত কাজ। কারণ কোনও বোলারই তাঁর শেষটা একেবারে বাজে হতে দিতে চান না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু জানেন কী আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশিবার ইনিংসের শেষ বলে ওভার বাউন্ডারি কে মেরেছেন? যেভাবে সাধারণত অবাঙালিরা বাংলায় কোনও কবিতা, বা গল্পের লেখকের নাম আন্দাজে বললে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলেন। ঠিক তেমনই এই প্রশ্নের জবাবটা ধোনিই বলে দেওয়া যায়। মাহি ছাড়া এই রেকর্ড আর কাকেই বা মানায়!


ক্যাপ্টেন কুল আন্তর্জাতিক ক্রিকেটে শেষ বলে মোট ৯বার ছক্কা হাঁকিয়েছেন। এই বিষয়ে তাঁর রেকর্ডের ধারেকাছে কেউ নেই।

২০০৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ বলে ছক্কা হাঁকিয়েছিলেন প্রথমবার। তারপর থেকে সেটা অভ্যাসে পরিণত করেছেন।  ২০১১ বিশ্বকাপে শেষ বলে ছয় মেরে দেশকে বিশ্বসেরার করার কথা কেউ বা ভুলতে পারে।

আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আইপিএলেও এই কাজটা বারবার করেছেন। সম্প্রতি শেষ হওয়া আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব দলের বিরুদ্ধেও শেষ বলে ছয় মেরে পুণেকে জিতিয়েছিলেন মাহি।