নিজস্ব প্রতিবেদন- মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী করোনার আক্রান্ত হয়েছিলেন। সেই কথা লক্ষ্মীরতন শুক্লা নিজেই জানিয়েছিলেন। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে লক্ষ্মীর স্ত্রী স্মিতা সান্যাল শুক্লার চিকিত্সা শুরু হয়েছিল। তিনি বাড়িতেই হোম আইসোলেশন-এ ছিলেন। লক্ষ্মীর স্ত্রী করোনা যুদ্ধ জিতেছেন। ১৪ দিনের লড়াইয়ের পর তাঁর দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে। এবারও মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা নিজেই সেই কথা জানিয়েছেন।  গত ১০ জুলাই তাঁর রিপোর্ট পজেটিভ এসেছিল। তার পর থেকেই তিনি চিকিত্সাধীন ছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  গ্রুপ-ডি চাকরি পাওয়ার আশায় দরজায়-দরজায় ঘুরছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক


২৪ জুলাই স্মিতা সান্যাল শুক্লার দ্বিতীয় করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল বলে জানিয়েছেন লক্ষ্মী। তবে করোনা এখনও তাঁর পরিবারের পিছু ছাড়েনি। স্ত্রী আক্রান্ত হওয়ার পর লক্ষ্মী নিজের ও বড় ছেলের করোনা টেস্ট করিয়েছিলেন। লক্ষ্মীর রিপোর্ট নেগেটিভ হলেও তাঁর বড় ছেলে করোনা পজিটিভ। ফলে এখনই হোম কোয়ারেন্টইন ছেড়ে লক্ষ্মীর বাড়ির কেউ বেরোচ্ছেন না বলে জানিয়েছেন। স্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই লক্ষ্মী, তাঁর দুই ছেলে ও বাবা হোম কোয়ারেন্টাইনে ছিলেন।