নিজস্ব প্রতিবেদন: বয়স কেবলমাত্র একটি সংখ্যা - ৪৪ বছর বয়সে সেটাই প্রমাণ করলেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ। ডেভিস কাপে ডাবলসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের নজির গড়লেন লিয়েন্ডার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপে চিনের বিরুদ্ধে শুক্রবার দুটি সিঙ্গলস ম্যাচে হেরে লড়াইটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল লিয়েন্ডারের সামনে। শনিবার ডাবলসে মো জিন গঙ-জে জ্যাঙ চিনা জুটিকে তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষ হারালেন লি-বোপান্নারা। চিনের বিরুদ্ধে ডেভিস কাপ টাইয়ে ডাবলস ম্যাচ ছিল ভারতের কাছে মরণ-বাঁচন লড়াই। সেখানে প্রথম সেটে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করেন লিয়েন্ডার-রোহন জুটি। খেলার ফল ৫-৭, ৭-৬, ৭-৬।


আরও পড়ুন- কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে ভারতের তৃতীয় সোনা সতীশের হাত ধরে


এই ম্যাচ জেতার আগে পর্যন্ত ডেভিস কাপে ডাবলসে ৪২ টি ম্যাচ জিতে ইতালির নিকোলা পিয়েত্রাঞ্জেলির সঙ্গে একাসনে ছিলেন লিয়েন্ডার পেজ। শনিবার ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে ডেভিস কাপের ইতিহাসে নিজের নাম তুলে ফেললেন ৪৪ বর্ষীয় ভারতীয় টেনিস তারকা। ডেভিস কাপে ডাবলসে সর্বোচ্চ (৪৩ টি) ম্যাচ জয়ের নজির এখন লি-র দখলে। সেই ১৯৯০ সাল থেকে ডেভিস কাপে যাত্রা শুরু করেন লিয়েন্ডার পেজ। ২৯ বছর পর বিশ্বরেকর্ড গড়লেন তিনি।



শনিবার ডেভিস কাপে অবশ্য তিনটি ম্যাচই জিতে নেয় ভারত। ডাবলসের পর ফিরতি সিঙ্গলসে রামকুমার রামানাথন ম্যাচ জিতে সমতা ফেরান।আর শেষ সিঙ্গলসে প্রজনেশ গুনশ্বেরণ জয় ছিনিয়ে আনেন। লিয়েন্ডারের রেকর্ডের দিনেই ডেভিস কাপে এশিয়া-ওশিয়ানিয়া গ্রুপে চিনের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় পেল ভারত।