ব্যুরো: দুদশকেরও বেশি সময় পর ফিট থাকা সত্তেও ডেভিস কাপের দলে জায়গা হল না লিয়েন্ডার পেজের। কানাডার বিরুদ্ধে টাইয়ে ছয় সদস্যের দলেই নেই ভারতের এই কিংবদন্তী টেনিস খেলোয়াড়। সোমবার মাত্র কয়েক মিনিটের বৈঠকেই দল বেছে নিলেন নির্বাচকরা। র‍্যাঙ্কিংয়ে অনেকটা পিছনে থাকা লিয়েন্ডারকে বাদ দেওয়া নিয়ে কোনও বিতর্কই হয়নি। 


দল বাছাই নিয়ে মনোভাব স্পষ্ট করে দেন অধিনায়ক মহেশ ভূপতি। ডাবলস বিশেষজ্ঞ হিসেবে দলে রয়েছেন এক নম্বর খেলোয়াড় রোহন বোপান্না। চোট সারিয়ে দলে কামব্যাক করেছেন ইউকি ভামরি ও সাকেত মাইনেনি। দুই রিজার্ভ খেলোয়াড় হিসেবে রয়েছেন শ্রীরাম বালাজি ও গুনেস্মরণ। র‍্যাঙ্কিংয়ে উন্নতি না করলে লিয়েন্ডারের দলে কামব্যাক করা কঠিন। এআইটিএর পক্ষ থেকে সেটা লি-কে বুঝিয়ে দেওয়া হয়েছে। ডেভিস কাপে ডাবলসের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জেতা থেকে আর একটা জয় দূরে লিয়েন্ডার। তবে সেই ম্যাচটা খেলার সুযোগ লি আর পাবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন।