নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাস সংক্রমণ, লকডাউন - সংকটের সময়ে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরও। ক্রিকেট থেকে অবসর নিলেও নিজেকে কিন্তু ফিট রাখতে এখনও ঘাম ঝরান মাস্টার ব্লাস্টার। বর্তমান পরিস্থিতিতে সুস্থ থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। আর তাই শরীর চর্চার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেন সচিন তেন্ডুলকর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। সেই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে,  নিজের বাড়িতেই স্কিপিং করছেন সচিন। সঙ্গে তিনি লিখেছেন, "এই লকডাউন আমাদের প্রত্যেকের কাছেই খুব কঠিন সময়। কিন্তু আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। এগিয়ে যেতে হবে...আমাদের ফিট এবং সুস্থ থাকতে হবে। "


 


আরও পড়ুন - সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা সচিনকে আউট করায় খুনের হুমকি! চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন ব্রিটিশ পেসার