নিজস্ব প্রতিবেদন: লিয়াম লিভিংস্টোন চলতি আইপিএল-এ (IPL 2022) বিশাল ছয় মারছেন শুরু থেকেই। একাধিকবার তিনি বলকে ১০০ মিটারেরও দূরে উড়িয়ে দিয়েছেন। তবে তাই বলে ১১৭ মিটার লম্বা ছক্কা হাঁকাবেন, এমনটা কল্পনা করাও মুশকিল। ঠিক তেমন ছবিই দেখা গেল গুজরাত টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে ১৬তম ওভারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একটা সময় পঞ্জাব কিংসের (Punjab Kings) দরকার ছিল পাঁচ ওভারে ২৭ রান। ১৫.১ ওভারে মহম্মদ শামির বলে ১১৭ মিটারের বিশাল ছক্কা হাঁকান লিভিংস্টোন। চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত এটিই সব থেকে বড় ছয়।



শুধু সেই ওভারে সবচেয়ে লম্বা ছয় মেরে তিনি চুপ থাকেননি। দলকে হেলায় আট উইকেটে ম্যাচ জিতিয়েছেন। ১৬তম ওভারে শামির হাতে বল তুলে দেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সেই ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান লিভিংস্টোন। দ্বিতীয় ও তৃতীয় বলে আরও দু'টি ছক্কা হাঁকান তিনি। ছয়ের হ্যাটট্রিক সেরে ফেলার পর ক্ষান্ত হচ্ছিলেন না এই মারকুটে ব্যাটার। চতুর্থ বলে মারলেন বাউন্ডারি। পঞ্চম ডেলিভারিটা ছিল ইয়র্কার। সেই বলে দুই রান নেওয়ার পরে শেষ বলে চার মেরে পঞ্জাবকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ব্রিটিশ তারকা।



ফলে ইনিংসের ১৬তম ওভারে শামির ছয় বলে লিভিংস্টোন যথাক্রমে ৬, ৬, ৬, ৪, ২ ও ৪ রান তুলে নেন। এক ওভারেই চলে এল ২৮ রান। শামি ৪ ওভারে লিভিংস্টেন ২টি চার ও ৩টি ছয়ের সৌজন্যে ১০ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। আট উইকেটে সহজ জয় পায় ময়ঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) দল।



এর আগে চলতি আইপিএল-এ পঞ্জাব কিংসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ডেওয়াল্ড ব্রেভিস ১১২ মিটারের বিশাল ছক্কা মেরেছিলেন। লিয়াম চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১০৮ মিটার লম্বা ছক্কা হাঁকান। এমনকি সানরাজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০৬ মিটারের লম্বা একটি ছয় মেরেছিলেন এই মারকুটে ব্রিটিশ ব্যাটার।


এছাড়া দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে একই ম্যাচে দু'টি বিশাল ছক্কা মারেন রাজস্থান রয়্যালসের জস বাটলার। তাঁর একটি ছক্কায় বল গিয়ে পড়ে ১০৭ মিটার দূরে। অন্য ছয় ছিল ১০৫ মিটারের।


তবে আইপিএল-এর ইতিহাসে এর চেয়েও লম্বা ছক্কা হাঁকানোর তালিকাটা অনেকটাই বড়। ১২৫ মিটারের লম্বা ছক্কা হাঁকিয়েছিলেন অ্যালবি মরকেল। প্রবীণ কুমার আবার ১২৪ মিটারের লম্বা ছয় মেরেছিলেন। অ্যাডাম গিলক্রিস্ট ১২২ মিটার, রবিন উত্থাপ্পা ১২০ মিটার, ক্রিস গেইল ১১৯ মিটার, যুবরাজ সিং ১১৯ মিটার, রস টেলর ১১৯ মিটারের ছক্কা হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। লিভিংস্টোনের মতো ১১৭ মিটারের ছয় হাঁকিয়েছেন গৌতম গম্ভীর এবং বেন কাটিংও।


আরও পড়ুন: Liam Livingstone, IPL 2022: ৬,৬,৬,৪,২,৪, এক ওভারে ২৮ রান! Mohammed Shami-কে উড়িয়ে দিলেন Punjab-এর ব্যাটার, ভিডিও ভাইরাল


আরও পড়ুন: AB de Villiers on Virat Kohli, IPL 2022: বড় রানে ফেরার জন্য Kohli-কে ‘বিরাট’ পরামর্শ দিলেন ‘মিস্টার 360 ডিগ্রি’


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)