নিজস্ব প্রতিবেদন: ঘটা করে ঢাক-ঢোল পিটিয়ে লিওনেল মেসিকে (Lionel Messi) নিজেদের ক্লাবে নিয়ে এসেছে প্যারিস সাঁ জাঁ (Paris Saint-Germain)। বার্সেলোনার প্রাক্তন মহাতারকা কবে প্যারিসের জার্সিতে খেলা শুরু করবেন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। উত্তর খুঁজছেন তাঁর বিশ্বব্যাপী ফ্যানেরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এমবাপে-ডি মারিয়ারা ম্যাচ খেলছেন কিন্তু এখন মেসির ৩০ নম্বর জার্সিতে প্যারিস অভিষেক হলো না। শুধুই প্র্যাকটিসে দেখা যাচ্ছে তাঁকে। পিএসজি-র ম্যানেজার মৌরিসিও পচেত্তিনো এবার জানিয়ে দিলেন কবে মেসি নামবেন মাঠে। হাফ ডজন ব্যালন ডি'অর জয়ী মেসিকে পরের সপ্তাহে দেখা যাবে প্যারিসের জার্সিতে। পচেত্তিনো বলছেন, "মেসির জন্য দারুণ একটা সপ্তাহ গিয়েছে। আগামী সপ্তাহটা আমাদের জন্য লম্বা। সব যদি ঠিকঠাক থাকে তাহলে রেইমসের বিরুদ্ধে মেসি খেলতে পারে।"


আরও পড়ুন: AFC CUP: পিছিয়ে পড়েও দুরন্ত ক্যামব্যাক, দ্বিতীয় ম্যাচেও জিতল ATK Mohun Bagan


গত শুক্রবার মেসি-নেইমারকে ছাড়াই লিগ ওয়ানের তৃতীয় ম্যাচে জিতেছে পিএসজি। ৪-২ ব্যবধানে তারা হারিয়ে দিয়েছে ব্রেস্তকে। এই ম্যাচ জিতে লিগের শীর্ষে উঠে এসেছে পিএসজি। জানা যাচ্ছে এই ম্যাচে ডান কাঁধে গুরুতর চোট পেয়েছেন ইকার্ডি। ফলে মেসির খেলার সম্ভবনা আরও জোরাল হচ্ছে। অন্যদিকে আগামী মাসেই আর্জন্টিনা ২০২২ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে। পচেত্তিনো জানিয়েছেন যে শুধু মেসি বলেই নয়, দেশের জন্য তাঁরা ক্লাবের কোনও ফুটবলারকেই আটকে রাখবেন না। 


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)