ব্যুরো: লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার জল্পনা উড়িয়ে দিলেন বার্সার প্রেসিডেন্ট যোশেফ মারিয়া বার্তোমিউ।  আরও পড়ুন- বার্সেলোনা ছাড়ছেন মেসি, ভাঙবেন চুক্তি? স্প্যানিশ মিডিয়ার খবরে তোলপাড় বিশ্ব


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


তাঁর দাবি এল এম টেন তার ফুটবল কেরিয়ার শেষ করবেন ন্যূ ক্যাম্প থেকেই। বার্তোমিউ আরও জানান মেসি সেই কারণেই না কি তড়িঘড়ি করে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেননি। বার্সার সঙ্গে আর আঠেরো মাসের চুক্তি আছে মেসির। নেইমারের সঙ্গে ইতিমধ্যেই নয়া চুক্তি করে ফেলেছে এই স্প্যানিশ ক্লাবটি। মেসির সঙ্গেও চুক্তি বাড়াতে বৈঠকে বসেছিলেন খোদ বার্সা প্রেসিডেন্ট। কিন্তু তাতে রাজি হননি আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। এরপরই মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়। বার্তোমিউয়ের গলায় মেসি নিয়ে আত্মবিশ্বাসের সুর থাকলেও এল এম টেনের চুক্তি নবীকরণ নিয়ে যথেষ্ট চাপে রয়েছেন বার্সার কর্তৃপক্ষ।