Lionel Messi Net Worth, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার উত্তেজনায় ফুটছে গোটা বিশ্ব। আর কয়েকঘণ্টা পরেই ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। তার আগেই আর্জেন্টিনা ও সারা বিশ্বব্যাপী আর্জেন্টিনার ফ্যানেরা কায়মনোবাক্য চায় কাপ উঠুক মেসির হাতে। ভারতে শুধুমাত্র আর্জেন্টিনার ফ্যানেরাই নয়, ফুলবলপ্রেমী সকলেই আজ মেসির জন্য গলা ফাটাতে চলেছেন তা এক কথায় পরিষ্কার। কিছুদিন আগেই মেসির ক্লাব ফুটবলে এসেছে বড়সড় পরিবর্তন। দীর্ঘ কয়েক বছরের জার্নি শেষে বার্সেলোনা ছেড়ে পিএসজি জয়েন করেছেন মেসি। বার্সেলোনার অল টাইম রেকর্ড হোল্ডারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন এই ফুটবল তারকা। তবে শুধু ক্লাব নয়, আর্জেন্টিনার জন্যও রেকর্ড সংখ্যক গোল করেছেন তিনি। ২০২১ সালে কোপা আমেরিকার ট্রফি উঠেছিল তাঁর হাতে। তবে শুধু গোলের রেকর্ডই নয়, সম্পত্তির পরিমাণেও তিনি ফুটবল তারকা হিসাবে রেকর্ড গড়েছেন। তাঁর আয় জেনে লজ্জা পাবেন ধনকুবেররাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মেসির আয়...


জুন ২০২২ অবধি মেসির মোট সম্পত্তির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ৩৩১০ হাজার কোটি। যা নেইমারের সম্পত্তির দ্বিগুণ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকেও অনেকটাই বেশি। আয়ের নিরিখে সারা বিশ্বের সেরা অ্যাথলিট। ফোর্বসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে তাঁর আয় ১৩০ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় ১০৭৬ কোটি। এই বছর নেইমারের আয় ৯৫ মিলিয়ন ডলার ও রোনাল্ডোর আয় ১১৫ মিলিয়ন ডলার। এরাই ছিলেন সেরা তিন ফুটবলার। তবে আয় অনেকটাই কমেছে মহম্মদ সালাহ (৪৫ মিলিয়ন ডলার) ও কিলিয়ন এমবাপের(৪৩ মিলিয়ন ডলার) আয়। মেসির এই আয়ের পরিমাণ যদি সপ্তাহ, দিন, ঘণ্টা, মিনিট, সেকেন্ডে ভাঙা হয়, তা দেখে চোখ কপালে উঠতে বাধ্য। ২০২০ সালে যদি বার্ষিক আয় হয় ১২৬ মিলিয়ন ডলার অর্থাৎ ১০৪৩ কোটি টাকা, তাহলে মাসিক আয় প্রায় ৮৭ কোটি টাকা, সপ্তাহে প্রায় ২০ কোটি টাকা, দিনে তাঁর রোজগার ভারতীয় মুদ্রায় ২.৯ কোটি টাকা, ঘণ্টায় ১১.৬ লক্ষ টাকা, মিনিটে ১৯ হাজার টাকা, সেকেন্ডে ৩৩০ টাকা।


আরও পড়ুন-Bollywood loves Messi : মেসি জ্বরে কাবু গোটা বলিউড, রয়েছেন মেসির গোপন প্রেমিকা...



মেসির সম্পত্তি...


বেশ কিছু প্রপার্টিতে ইনভেস্ট করেছেন এই তারকা। সম্প্রতি নিজের শহরে একটি নতুন প্রাসাদ বানিয়েছেন মেসি, যার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। বিশ্বের বেশ কয়েকটি সেরা দামি গাড়ি রয়েছে মেসির কাছে। রয়েছে একটি অত্যাধুনিক প্রাইভেট জেট যার দাম ১৩২ কোটি টাকা। সেই জেটে রয়েছে ১৬টি সিট, দুটো বাথরুম ও একটি কিচেন। হোমটাউনে প্রাসাদের পাশাপাশি বার্সেলোনায় রয়েছে তাঁর একটি বিলাসবহুল বাংলো। যেখানে রয়েছে ফুটবল গ্রাউন্ড, সুইমিং পুল ও তাঁদের ছেলেদের খেলার গ্রাউন্ডও। এছাড়াও মেসির একটি ওয়ান জিরো ইকো হাউজ রয়েছে, যা সম্প্রতি মেরামতি করতে খরচ হয়েছে ২ মিলিয়ন ডলার। মিয়ামির পোরসে ডিজাইন টাওয়ারে তাঁর অ্যাপার্টমেন্টের দাম ১০ মিলিয়ন ডলার। যেখানে রয়েছে এমন একটি লিফট, যা দিয়ে শুধু গাড়ি উঠে যাবে তাঁর অ্যাপার্টমেন্ট সংলগ্ল গ্যারেজে। এছাড়াও পরিবারের সঙ্গে ঘোরার জন্য কিনেছেন একটি প্রমোদতরী, যার প্রতি সপ্তাহে ভাড়া প্রতি সপ্তাহে ৪১ লক্ষ টাকা। সেই প্রমোদতরীতে বন্ধুদের সঙ্গেও পার্টি করেন মেসি। সেখানে রয়েছে একটি মাস্টার স্যুট, একটি ভিআইপি স্টেটরুম, দুটো টুইন কেবিন, আউটডোর বার ও সানবাথিং-এর জন্য বিশাল জায়গা।


আরও পড়ুন- Shah Rukh Khan on FIFA World Cup 2022: ফুটবল পাগল শাহরুখ এবার বিশ্বকাপ ফাইনালের মঞ্চে...


সম্পত্তির উৎস...


২০২১ সালে পিএসজির সঙ্গে নতুন ডিল সাইন করেছেন মেসি। সেই কনট্রাক্ট অনুযায়ী প্রতি বছর মেসির পারিশ্রমিক ৩৫৬ কোটি টাকা। এছাড়াও পুরো বছর কনট্রাক্টে থাকার পর তিনি পাবেন লয়ালটি বোনাস ১৩১ কোটি টাকা। এছাড়াও অ্যাডিডাস থেকে শুরু করে মাস্টার কার্ড, পেপসি, ডোলসে অ্যান্ড গাবানা সহ একাধিক ব্র্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ তিনি। এর পাশাপাশি মেসি লঞ্চ করেছেন তাঁর নিজস্ব ক্লোথিং লাইন। ২০১৯ সালে নিজের প্রথম স্টোর লঞ্চ করেন তিনি। এমনকী মেসি হোটেল ব্যবসাও রয়েছে, যা দেখাশোনা করেন তাঁর ভাই। এছাড়া অনেকে চ্যারিটি ওয়ার্কও করেন তিনি। নিজের ফাউন্ডেশনের পাশাপাশি তিনি ইউনিসেফের লং টার্ম অ্যাম্বাসাডর। এমনকী করোনার সময় হু-র সঙ্গে ক্যাম্পেন চালিয়েছেন মেসি।



সোশ্যাল মিডিয়ায় মেসি...


লিওনেল মেসি একমাত্র ফুটবলার যাঁর নিজস্ব কোনও ট্যুইটার অ্যাকাউন্ট নেই। অ্যাডিডাস তাঁদের অ্যাকাউন্টে শুধুমাত্র ব্যবহার করেন মেসির ছবি। ফেসবুকে মেসির ফলোয়ার ১০৫ মিলিয়ন অর্থাৎ ১০ কোটি ৫০ লক্ষ। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ৩৪১ মিলিয়ন অর্থাৎ ৩৪ কোটি। এছাড়া সারা বিশ্বজুড়ে তাঁর গুণমুগ্ধ কয়েকশো কোটি হলেও অবাক হওয়ার কিছু নেই।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)