নিজস্ব প্রতিবেদন:  করোনা ভাইরাসের প্রকোপ বিশ্বজুড়ে। মারণ ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে ইউরোপ জুড়ে। ইতিমধ্যেই ইউরোপের শীর্ষস্থানীয় পাঁচ লিগ বন্ধ। ফুটবলাররাও রয়েছেন সেল্ফ আইসোলেশনে। কিন্তু তাই বলে মরশুমের মাঝপথে কি শুধুই অবসরে সময় কাটাচ্ছেন ফুটবলাররা! না তেমনটা নয়। নিজের নিজের মতো সময় কাটাচ্ছেন তারকা ফুটবলাররা। মেসি যেমন এবার আইসোলেশনে 'টয়লেট পেপার চ্যালেঞ্জ' ছুঁড়ে দিলেন অন্যান্য ফুটবলারদের কাছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


করোনা সংক্রমণের ব্যপক প্রভাব পড়েছে ইউরোপে। ইতালির পর সবচেয়ে বেশি প্রভাব স্পেনে। বন্ধ রয়েছে লা লিগা। ছুটি বার্সেলোনার। মেসিও ফিরে গেছেন নিজের দেশে আর্জেন্টিনায়। বাড়িতে বসেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এলএমটেন। কিন্তু সেখানেও আর কতদিন খেলা ছাড়া থাকবেন লিওনেল মেসি! ক্লান্তি কাটানোর এটা উপায় বের করে ফেলেছেন তিনি- টেন টাচ টয়লেট পেপার চ্যালেঞ্জ।


 



জাতীয় দলের পাশাপাশি ক্লাব দলের সতীর্থদের এই 'টেন টাচ টয়লেট পেপার' চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মেসি। আর সেই ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়ে  গিয়েছে সর্বত্র।


 


আরও পড়ুন - আইসোলেশন বিরক্তিকর! একা একা কী করছেন কেএল রাহুল, দেখুন ভিডিয়ো