Lionel Messi: পেনাল্টি মিস করাতেও সর্বকালীন রেকর্ড লিওনেল মেসির
আলবিসেলেস্তের শার্টে তাঁর প্রথম পেনাল্টি মিস হয়েছিল জার্মানির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। যদিও এই ম্যাচে মেসির দল ৩-১ ব্যবধানে জিতেছিল। ২০১৮ সালের বিশ্বকাপেও মেসি পেনাল্টি মিস করেছিলেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ২০২২ ফিফা বিশ্বকাপে স্টেডিয়াম ৯৭৪-এ পোল্যান্ডের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচে আবার পেনাল্টি মিস করেছেন।
প্রথমার্ধের নির্ধারিত মুহুর্তে পোলিশ গোলরক্ষক Wojciech Szczęsny বাম দিকে ডাইভ দিয়ে রুখে দেন মেসির পেনাল্টি। একটি বিশ্বকাপে দুটি পেনাল্টি সেভ করা তৃতীয় গোলরোক্ষক হলেন তিনি। ১৬৬ সালের পরে ব্র্যাড ফ্রিডেল আমেরিকার হয়ে এই কৃতিত্ব অর্জন করেন ২০০২ সালে। এছাড়া জান টমাসজেউস্কি পোল্যান্ডের হয়ে একই কৃতিত্ব অর্জন করেন ১৯৭৪ সালে।
মেসি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে এখনও পর্যন্ত মোট চারটি পেনাল্টি মিস করেছেন। ক্লাব এবং দেশের জার্সিতে তাঁর সম্মিলিত পেনাল্টি মিসের সংখ্যা ৩১ হয়েছে এখন।
আলবিসেলেস্তের জার্সিতে তাঁর প্রথম পেনাল্টি মিস হয়েছিল জার্মানির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে। যদিও এই ম্যাচে মেসির দল ৩-১ ব্যবধানে জিতেছিল।
২০১৮ সালের বিশ্বকাপেও মেসি পেনাল্টি মিস করেছিলেন। আইসল্যান্ডের হ্যানেস থর হলডরসন আর্জেন্টিনার এই তারকার পেনাল্টি রুখে দেন নিজের ডানদিকে ঝাঁপিয়ে।
২০২২ সালের কাতার বিশ্বকাপের খেলার আগে, ১৫ ফেব্রুয়ারি প্যারিস সেন্ট-জার্মেইনের জার্সিতে মেসি শেষবার পেনাল্টি মিস করেন। এটি PSG-তে এখনও পর্যন্ত তাঁর একমাত্র পেনাল্টি মিস। UEFA চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এই খেলায় তিনি গোল করতে ব্যর্থ হন। থিবো কুর্তোয়ার হাতে আটকে যায় তাঁর স্পট কিক।
আরও পড়ুন: Shardul Thakur and Mittali Parulkar: প্রেমের মাসেই শার্দূলের বিয়ে, দিনক্ষণ চূড়ান্ত, কী করেন পাত্রী?
পাশপাশি মেসি আর্জেন্টিনার জার্সিতে আটটি পেনাল্টি শুটআউটে খেলার সুযোগ পেয়েছেন। এর মধ্যে তিনি এর আগে একটিই মাত্র শট মিস করেছেন। এই মিস হয় কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে ২০১৬ সালে।
অন্যদিকে ফুটবল ইতিহাসে পেনাল্টি থেকে সবথেকে বেশি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ১৪৫টি গোল করেছেন পেনাল্টি থেকে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)